অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী
দেশের বর্তমান সময়ের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন আরেফিন শুভর সাথে একটি বিশেষ ছবি ও সিনেমার একটি মুহুর্তের বদৌলতে। এবার শান্ত ও লাবণ্যময়ী এই অভিনেত্রীর বাস্তব জীবনের এক ঘটনা শুনে চমকে উঠেছেন দর্শকরা। জানা গেছে প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী।
সম্প্রতি একটি টিভি শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী। টিভি সাক্ষাৎকারে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়াকালীন এক তরুণ প্রেমের প্রস্তাব দেয় তাকে । কিন্তু সেই প্রস্তাবের উত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দেয়া এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।’

এই কথা শোনার পরে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে যান এবং জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে তিনি এমনটা করেছিলেন। উত্তরে ঐশী হাসিমুখে জানান, তিনি তখন অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না।
স্মৃতিচারণা করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান। তিনি বলেন, ‘স্যরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম স্যরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।‘
স্কুলজীবনের এই অপরিপক্ব ও মজার স্মৃতি স্মরণ করার সময় ঐশীকে বেশ খোশমেজাজেই দেখা যায়।
সম্প্রতি জান্নাতুল ফেরদৌস ঐশী ও আরিফিন শুভ আবার সামনে এসেছেন। কারণ তাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ প্লাস-এ। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

‘নূর’ প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি মুক্তি পেয়েছে ওটিটিতেই। শুভ ও ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ একসঙ্গে কাজের পর এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তারা। তিন বছর আগে এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন শুভ-ঐশী।