Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ২২, ২০২৫

নতুন বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

নতুন বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির

বাবা হয়েছেন দেশের বিখ্যাত গায়ক মাহফুজ আনাম জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পর গত বছর জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।

‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন’—দেশের এক গণমাধ্যমেকে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে এমনটাই বলেছিলেন রকস্টার নগরবাউল জেমস।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে। তবে এটি কোনো কনসার্ট ছিল না, এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেনও না নামিয়া!


পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

নতুন বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

পুত্রসন্তান জন্মের অনুভূতি জানাতে গিয়ে জেমস বললেন, ‘এ অনুভূতি অসাধারণ! এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেট তারকার প্রেম

নির্মাতা পলাশ মুচ্ছল প্রেমের টানে ঢাকায় বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল প্রেম করছেন ভারতীয় নারী…
ঢাকায় বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেট তারকার প্রেম

মা- বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস নুসরাত ফারিয়ার

তার জীবনের সবচেয়ে আপন দুইজন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া শুধু পর্দাতেই নয়, সামাজিক…
মা- বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস নুসরাত ফারিয়ার
0
Share