দর্শকদের হৃদয়ে জাফর ইকবাল চিরস্থায়ী
আশির দশকের জনপ্রিয় ও চিরসবুজ নায়ক জাফর ইকবালকে হারানোর ৩৪ বছর আজ। একসময় তারুণ্য ও রোমান্টিকতার প্রতীক হিসেবে চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন। অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রগুলো সিনেমাপ্রেমীদের কাছে আজও স্মরণীয়। এই দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকাকে।
ঢালিউডের স্টাইল আইকন জাফর ইকবাল
১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেন জাফর ইকবাল। দর্শকদের কাছে তিনি নায়ক হিসেবেই বেশি পরিচিত হলেও তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল গায়ক হিসেবে। সময়ের সঙ্গে কণ্ঠশিল্পীর পরিচয় পেছনে ফেলে তিনি হয়ে ওঠেন ঢালিউডের স্টাইল আইকন নায়ক।
১৫০টির বেশি সিনেমায় অভিনয় করেন
‘আপন পর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জাফর ইকবাল। এরপর অভিনয় করেন ১৫০টিরও বেশি সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আপন পর’, ‘এক মুঠো ভাত’, ‘দূর থেকে কাছে’, ‘নয়নের আলো’, ‘প্রতিরোধ’, ‘প্রেমিক’, ‘যোগাযোগ’, ‘সন্ধি’, ‘অবদান’, ‘অবুঝ হৃদয়’, ‘ভাই বন্ধু’, ‘গর্জন’, ‘চোরের বউ’ এর মতো সিনেমায়।
নায়ক পরিচয়ের আড়ালে গায়ক জাফর
স্বনামধন্য এক সংগীত পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল তাঁর। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। তবে গায়ক হিসেবে খুব বেশি গান করা হয়ে ওঠেনি তার। তবে আলাউদ্দীন আলী সত্তর ও আশির দশকে তাকে দিয়ে চমৎকার কিছু গান রেকর্ড করান। নুরুজ্জামান শেখের কথা ও আলাউদ্দীন আলীর সুরে ‘যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি’ গানটি রেডিওতে প্রচারিত হলে তুমুল জনপ্রিয় হয়। আলাউদ্দীন আলীর সংগীত ও জাফর ইকবালের গায়কী উভয়ই এখানে ছিল একদম নিখুঁত ও হৃদয়ছোঁয়া। জাফর ইকবাল প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন ১৯৮৪ সালে। আনোয়ার পারভেজের সুরে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘বদনাম’ সিনেমাতে তার লিপেই জাফর ইকবাল গেয়েছিলেন ‘হয় যদি বদনাম হোক আরও’। এটিও তুমুল জনপ্রিয় গান।
৪২ বছরে পাড়ি জমান না ফেরার দেশে
দক্ষ অভিনয় আর সুরেলা কণ্ঠের জাদুতে জাফর ইকবাল একসময় ঢালিউডের হার্টথ্রব নায়কে পরিণত হন। ঢালিউডের চিরসবুজ এ নায়ক ব্যক্তিজীবনে ছিলেন খুব অভিমানী ও আবেগপ্রবণ। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। নায়ক, গায়ক হিসেবে খ্যাতি পাওয়ার পাশাপাশি ঢালিউডে ফ্যাশন আইকন হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। ১৯৯২ সালে ৮ জানুয়ারি হঠাৎই মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এ তারকা।