Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

ঢাকায় আসছে পাকিস্তানের রক ব্যান্ড ‘জাল’

আবার ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

আবার ঢাকায় আসছে ‘জাল’

প্রায় ১৪ মাস পরে আবার ঢাকায় আসছে পাকিস্তানের রক ব্যান্ড ‘জাল’ । দুই দশকের বেশি সময় ধরে উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছে জনপ্রিয় পাকিস্তানী এই ব্যান্ডটি। দর্শক হৃদয়ে দোলা জাগানো এই ব্যান্ডটি এবার আসছে নতুন উচ্ছ্বাসে, নতুন আয়োজনে।  

আগামী ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ অ্যারেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তাদের কনসার্ট ‘সাউন্ড অব সোল’। এই আয়োজনে শুধু ‘জাল’ নয়, বাংলাদেশের ব্যান্ডপ্রেমীদের আরও এক উৎসবমুখর সন্ধ্যার প্রতিশ্রুতি দিচ্ছে আয়োজকেরা। কারণ, মঞ্চে জালের পাশাপাশি পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং ‘লেভেল ফাইভ’। তিনটি ব্যান্ডের একসঙ্গে অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটিই হয়ে উঠবে রক সঙ্গীতপ্রেমীদের জন্য এক মহাউৎসব।  

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের টিকিট ইতিমধ্যে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে।  

এর আগে, গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে পারফর্ম করেছিল জাল। প্রথমে সেই কনসার্ট হওয়ার কথা ছিল পূর্বাচলে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে অনুমতি না মেলায় তা স্থানান্তর করা হয় যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। তবে জায়গা সংকুলান ও বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত সেনা সদস্যদের তত্ত্বাবধানে শেষ করতে হয়েছিল কনসার্টটি।   

রক ব্যান্ড ‘জাল’ এর যাত্রা

২০০২ সালে পাকিস্তানের লাহোরে যাত্রা শুরু করে ‘জাল’। মাত্র দুই বছরের ব্যবধানে, ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর, তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ প্রকাশ পায়। অ্যালবামের গানগুলো—’আদাত’, ‘লামহে’, ‘পানছি’ ও ‘বিখরা হু ম্যায়’—তৎকালীন সময়ে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়েও গানগুলোর আবেদন কমেনি, বরং সময়ের সঙ্গে আরও কালজয়ী হয়েছে।

শুধু পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই ‘জাল’-এর গান আজও শোনে মানুষ। সাম্প্রতিক সময়ে ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবং ‘পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডস’ এ অংশ নিয়ে তারা আবারও আলোচনায় আসে। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

২০০০-এর দশকে যে সুর দিয়ে জাল গোটা উপমহাদেশ মাতিয়েছিল, সেই আবেগই ফিরিয়ে আনতে চাইছে তারা। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসে তাদের সঙ্গীতপ্রেমীরা যেমন মাতিয়েছিল, এবারও সেই উন্মাদনা ছড়িয়ে পড়বে বলে আশা আয়োজকদের। রক, সেন্টিমেন্ট আর পুরোনো স্মৃতির স্রোত মিলিয়ে ‘সাউন্ড অব সোল’ হয়ে উঠতে পারে এই বছরের সবচেয়ে আলোচিত কনসার্টগুলোর একটি।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইমরান হাশমীর সিনেমা নিয়ে ধর্ম অবমাননার মামলা

সিনেমা মুক্তির স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট অভিনেত্রী ইয়ামি গৌতম ও অভিনেতা ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘হক’ এ…
ইমরান হাশমীর সিনেমা নিয়ে ধর্ম অবমাননার মামলা

এক যুগ পর মুক্তি পাচ্ছে আরেফিন শুভ–তমা মির্জার সিনেমা

এক যুগ পর বড় পর্দায় আরেফিন শুভ ও তমা মির্জা দাগি’খ্যাত অভিনেত্রী তমা মির্জা বর্তমানে তার ক্যারিয়ারের চূড়ায়…
আরেফিন শুভ–তমা মির্জার সিনেমা

সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস

রুনা লায়লার উপন্যাস প্রকাশ ১৭ নভেম্বর দেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। এবার সংগীতশিল্পী রুনা লায়লা কে…
সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস

জীবনের করুণ ইতিহাস প্রকাশ্যে আনলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি

সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি আরশাদ ওয়ার্সি ভারতের কয়েক প্রজন্মের ক্নাছে জনপ্রিয় অভিনেতা। তার দীর্ঘ অভিনয়…
জীবনের করুণ ইতিহাস প্রকাশ্যে আনলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি
0
Share