ইমরান খান ও মুনমুন সেনের বন্ধুত্ব
সময়ের স্রোত অনেক সম্পর্ককেই ধূসর করে দেয়, কিন্তু কিছু পরিচয় থাকে স্মৃতির পাতায় গাঢ় হয়ে। সেইরকমই এক বন্ধুত্বকে ঘিরে ফের আলোচনায় টলিউড অভিনেত্রী মুনমুন সেন এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একসময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনে সরগরম ছিল সংবাদপত্র থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত। সামাজিক আড্ডায় ‘প্রেম’ শব্দটিই সবচেয়ে বেশি ঘুরে বেড়াত তাদের নামের পাশে। অথচ মুনমুনের কাছে সেই সম্পর্কের সংজ্ঞা সবসময়ই ছিল একটাই ‘বন্ধুত্ব’। ইমরান খানের সাথে মুনমুন সেনের বন্ধুত্ব আবারও আলোচনায় এসেছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে মুনমুন স্পষ্ট করে বলেন, তিনি ইমরানের রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না। তার ভাষায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর আগে ইমরান তার কাছে ছিলেন একজন ক্রিকেট কিংবদন্তি, একজন ভদ্র মানুষ এবং এক ঘনিষ্ঠ বন্ধু।

সুচিত্রা সেনের এই কন্যা জানান, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে পুরোনো স্মৃতিগুলো এখনো আদর করে রাখেন। মুনমুন বলেন, ক্রিকেটের বাইরে রাজনীতিতেও ইমরান যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা সত্যিই বিস্ময়কর। তিনি যতদিন ইমরানকে চেনেন, সবসময়ই দেখেছেন দেশের জন্য কিছু করার তাড়া। ঠিক সেই কারণেই আজকের পরিস্থিতি তাঁকে ব্যথিত করছে। বহু বছর দেখা হয়নি, তবুও ইমরানের বর্তমান অবস্থা, তাঁর পরিবার, সবকিছু নিয়েই উদ্বেগ অনুভব করছেন অভিনেত্রী। তবে একইসঙ্গে কঠিন সত্যটাও মনে করিয়ে দেন মুনমুন, রাজনীতিতে প্রবেশ মানেই ঝুঁকি, এড়ানো যায় না কোনোভাবেই।
প্রায় দুই বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। গেল সপ্তাহে তাকে ঘিরে ছড়িয়ে পড়ে মৃত্যু-গুজব, যা পরে মিথ্যা বলে নিশ্চিত হয়। এই গোলমালের মাঝেই পুরোনো বন্ধুর নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন মুনমুন সেন।
সময়ের ব্যবধান অনেক হলেও মানুষ হয়তো মানুষকেই মনে রাখে। তাইতো ইমরান খানের সাথে মুনমুন সেনের বন্ধুত্ব নিয়ে আজো হচ্ছে আলোচনা।