Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে?  

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে
গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনীতদের কোলাজ

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬

আগামী পহেলা ফেব্রুয়ারী দেয়া হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস এবারের প্রতিযোগিতা খুবই তীব্র। গতবারের মতো এবারো কেনড্রিক লামারের আধিপত্য অব্যাহত রয়েছে। লামার সর্বোচ্চ নয়টি মনোনয়ন নিয়ে সবার শীর্ষে রয়েছে। তার ঠিক পেছনেই আছেন লেডি গাগা, জ্যাক অ্যান্টোনফ এবং কানাডীয় রেকর্ড প্রযোজক ও গীতিকার সার্কুট, যাঁদের প্রত্যেকের ঝুলিতে রয়েছে সাতটি করে মনোনয়ন। এরপর সাব্রিনা কার্পেন্টার, ব্যাড বানি, লিওন থমাস এবং সারবান ঘেনিয়া—প্রত্যেকেই পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। তবে শেষ পর্যন্ত জয় কার হাতে উঠবে? ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে? ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে কে গড়বেন নতুন ইতিহাস? পুরস্কারের আগে দেখে নিন তিন বিভাগের মনোনীতদের।

“অ্যালবাম অব দ্য ইয়ার” ২০২৬

 মনোনীতরা হলেন—

  • ব্যাড বানি (Debí Tirar Más Fotos),
  • জাস্টিন বিবার (Swag)
  • সাব্রিনা কার্পেন্টার (Man’s Best Friend),
  • ক্লিপসে (Let God Sort Em Out),
  • লেডি গাগা (Mayhem),
  • কেনড্রিক লামার (GNX),
  • লিওন থমাস (Mutt),
  • এবং টাইলার, দ্য ক্রিয়েটর (Chromakopia)

এবারের গ্রামিতে ইতিহাস গড়ার সু্যোগ আছে। ব্যাড বানি জয়ী হলে, সেটি হবে সম্পূর্ণ স্প্যানিশ ভাষার প্রথম অ্যালবাম, যা ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করবে। অন্যদিকে কেনড্রিক লামার জিতলে, ‘জিএনএক্স’ (GNX)  হবে ০০৩ সালের পর প্রথম কোনো সম্পূর্ণ র‍্যাপ অ্যালবাম, যা গ্র্যামির সর্বোচ্চ এই সম্মান লাভ করবে।  

“রেকর্ড অব দ্য ইয়ার” ২০২৬

গ্র্যামিতে পারফম করবে জাস্টিন বিবার

গ্র্যামি অ্যাওয়ার্ডসের অন্যতম মর্যাদাপূর্ণ বিভাগ এটি। এই পুরস্কারটি মূলত একটি গানের সামগ্রিক রেকর্ডিং মানকে স্বীকৃতি দেয়—অর্থাৎ শিল্পীর পাশাপাশি প্রযোজক, রেকর্ডিং ইঞ্জিনিয়ার ও মিক্সিং ইঞ্জিনিয়াররাও এই সম্মান পান।  

এই বিভাগে বিচার করা হয় গানের পারফরম্যান্স, প্রযোজনা, সাউন্ড কোয়ালিটি ও সামগ্রিক শ্রুতিমাধুর্য। এটি সং অব দ্য ইয়ার থেকে আলাদা, কারণ সেখানে মূলত গীতিকারদের কাজকে গুরুত্ব দেওয়া হয়।

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের (৬৮তম আসর) ‘রেকর্ড অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছে মোট আটটি গান। পারফরম্যান্স, প্রযোজনা ও সামগ্রিক সাউন্ড কোয়ালিটির বিচারে নির্বাচিত এই গানগুলো হলো—

  • ডিটিএমএফ  — ব্যাড বানি
    প্রযোজনা: টেইনি, MAG | ইঞ্জিনিয়ার: রবার্তো হোসে রোসাদো তোরেস
  • ম্যানচাইল্ড — সাব্রিনা কার্পেন্টার
    প্রযোজনা: জ্যাক অ্যান্টোনফ | ইঞ্জিনিয়ার: লরা সিস্ক
  • এংজাইটি— ডোইচি
    প্রযোজনা: সার্কুট | ইঞ্জিনিয়ার: সারবান ঘেনিয়া
  • ওয়াইল্ড ফ্লাওয়ার — বিলি আইলিশ
    প্রযোজনা: বিলি আইলিশ, ফিনিয়াস | ইঞ্জিনিয়ার: রব কিনেলস্কি
  • এ্যব্রাকাড্যব্রা — লেডি গাগা
    প্রযোজনা: লেডি গাগা, সার্কুট, অ্যান্ড্রু ওয়াট | ইঞ্জিনিয়ার: সারবান ঘেনিয়া
  • লুথার — কেনড্রিক লামার ও এসজেডএ
    প্রযোজনা: সাউন্ডওয়েভ, জ্যাক অ্যান্টোনফ | ইঞ্জিনিয়ার: জনাথন টার্নার
  • দ্য সাবওয়ে — চ্যাপেল রোয়ান
    প্রযোজনা: ড্যান নিগ্রো | ইঞ্জিনিয়ার: মিচ ম্যাককার্থি
  • এপিটি — রোজে ও ব্রুনো মার্স
    প্রযোজনা: ব্রুনো মার্স, সার্কুট, ওমের ফেদি | ইঞ্জিনিয়ার: সারবান ঘেনিয়া

“সং অব দ্য ইয়ার” (গীতিকারদের পুরস্কার)

গ্র্যামি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রধান বিভাগ। এই পুরস্কারটি মূলত গীতিকার এবং সঙ্গীত রচনাকে স্বীকৃতি দেয়, অর্থাৎ এতে গানের লিরিক্স, কোরাস, মেলডি এবং সংকলন কৌশলকে গুরুত্ব দেওয়া হয়।

সং অব দ্য ইয়ার কোন পারফরম্যান্স বা প্রযোজনা নয়, বরং গানের মৌলিক সৃষ্টিকর্মকে সম্মান করে। এতে জিতলে গানটির লেখকরা অর্থাৎ গীতিকার ও কম্পোজাররা এই পুরস্কার পান।

“সং অব দ্য ইয়ার” মনোনীত গানসমূহ ও গীতিকাররা হলেনঃ-

ওয়াইল্ড ফ্লাওয়ার — বিলি আইলিশ ও’কনেল, ফিনিয়াস ও’কনেল

এ্যব্রাকাড্যব্রা’— হেনরি ওয়াল্টার, লেডি গাগা, অ্যান্ড্রু ওয়াট

এংজাইটি — জাইলাহ হিকমন

এপিটি  — অ্যামি অ্যালেন, ক্রিস্টোফার ব্রোডি ব্রাউন, রোজেৎ চাহায়েদ, হেনরি ওয়াল্টার, ওমের ফেদি, ফিলিপ লরেন্স, ব্রুনো মার্স, চায় ইয়ং পার্ক, থেরন থমাস

ডিটিএমএফ — বেনিটো আন্টোনিও মার্টিনেজ ওকাসিও, স্কট ডিট্রিচ, বেনজামিন ফলিক, হুগো রেনে সেনসিয়ন, টাইলার থমাস স্প্রাই

গোল্ডেন — EJAI, মার্ক সানেনব্লিক

লুথার — জ্যাক অ্যান্টোনফ, রশ্বিতা লারিশা বাচা, ম্যাথিউ বার্নার্ড, ইনক, স্কট ব্রিজওয়ে, স্যাম ডিউ, কেনড্রিক লামার, মার্ক অ্যান্থনি স্পিয়ার্স, সোলানা রো, কামাসি ওয়াশিংটন

ম্যানচাইল্ড — অ্যামি অ্যালেন, জ্যাক অ্যান্টোনফ, সাব্রিনা কার্পেন্টার

সাব্রিনা কার্পেন্টারের ম্যানচাইল্ড গানের একটি দৃশ্য
+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছাড়ার ইঙ্গিত দিলেন

ক্রিস্টেন স্টুয়ার্ট এবার টোয়াইলাইট খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছাড়ার ইঙ্গিত দিলেন।…
ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছাড়ার ইঙ্গিত

রুথ ই. কার্টার- অস্কারের ইতিহাসে সর্বাধিক মনোনীত কৃষ্ণাঙ্গ নারী  

রুথ ই. কার্টার একাডেমী অ্যাওয়ার্ডস তথা অস্কারে কৃষ্ণাঙ্গ নারীদের হয়ে অসামান্য মাইলফলক স্থাপন করেছেন রুথ ই.…
রুথ ই. কার্টার- অস্কারের ইতিহাসে

ডা. এজাজুল ইসলাম দারিদ্র্য ও সংগ্রামের গল্প সামনে আনলেন

ডা. এজাজুল ইসলাম দেশের জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব ও জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি দেখা গেলেও,…
ডা. এজাজুল ইসলাম দারিদ্র্য ও সংগ্রামের

প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং হঠাৎ করেই সিনেমার গানকে বিদায় জানালেন অরিজিৎ সিং। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে…
প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
0
Share