Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

অরিজিৎ সিং সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না

অরিজিৎ সিং সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না
অরিজিৎ সিং , ছবি: সংগৃহীত

অরিজিৎ সিং

প্রেমের গান, বিচ্ছেদের গান, বিষণ্ণ কোন সুর, আমেজের কোন গান কিংবা কোন ভক্তিগীতি, সব ঘরানাতেই অরিজিৎ সিং ছিলেন অতুলনীয়। ভারতের প্লেব্যাক সঙ্গীত জগতের অন্যতম কালজয়ী গায়ক অরিজিৎ সিং সিনেমায় আর প্লেব্যাক গান গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে তাঁর নতুন ছবিতে গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন একটি পোস্টে এই ঘোষণা দেন।

গায়ক অরিজিৎ সিং-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে লেখা হয়,

প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।

অরিজিৎ সিং-এর এমন ঘোষণায় তাঁর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে বিস্ময় ও উদ্বেগ।   

অরিজিৎ সিং সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না
অরিজিৎ সিং সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না , ছবি: সংগৃহীত

তবে প্লেব্যাক না গাইলেও গানের চর্চা থেকে সরে দাঁড়াচ্ছেন না এই গায়ক।  গান গাওয়ার কথা নিয়ে  তিনি লেখেন, ‘পরিষ্কার করে বলছি, সংগীতের কাজ বন্ধ করছি না।’ কেন এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কোনো পরিস্কার করে কোন ব্যাখ্যা দেননি তিনি। পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে অরিজিৎ জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন। তার কথায়, ‘এই বছর কিছু গান রিলিজ পাবে।’

তাঁর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত ও অনুরাগীদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর এই সিদ্ধান্তে কিংকর্তব্যবিমূঢ।

২৭ জানুয়ারী মঙ্গলবার অরিজিৎ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে লিখেন,

হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ।

পোস্টে আরও লেখেন, ‘ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার ওপর। আমি ভালো সংগীতের একজন অনুরাগী। ভবিষ্যতে আরও শিখব, একজন সামান্য শিল্পী হিসেবেই সংগীতসাধনা চালিয়ে যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ।’

অরিজিৎ সিং সিনেমায় প্লেব্যাক না গাইলেও কি সঙ্গীতে থাকছেন?

ঘোষণায় পরিষ্কার করে দেন যে তিনি সংগীত থেকে বিদায় নিচ্ছেন না। তার ভাষায়, ‘পরিষ্কার করে বলছি, আমি সংগীতের কাজ বন্ধ করছি না।’

তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি অরিজিৎ। এক অনুরাগীর প্রশ্নে হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান। তবে জানান, আপাতত হাতে থাকা কাজগুলো তিনি শেষ করবেন। পরে এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, ‘কিছু কাজ এখনো বাকি আছে। সেগুলো শেষ করব। অর্থাৎ এই বছর কিছু রিলিজ পাবেন।’

অরিজিৎ সিং সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না
অরিজিৎ সিং , ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিৎ-এর সংগীতযাত্রা। সেই থেকে আজ তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক। তাঁর অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।

অরিজিৎ সিং এর সঙ্গীত জীবন শুরু

অরিজিৎ এর শুরুটা বেশ অসফল ছিলো। ২০০৫ সালে ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা হয়নি তাঁর। ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। পরে আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন।

২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির জন্য ‘ইউ শবনামি’ গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। ২০১১ সালে ‘মার্ডার ২’ এর ‘ফির মহব্বত’ গান দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে অরিজিতের।

২০১৩ সালে ‘আশিকি ২’ এর ‘তুম হি হো’ গানটি দিয়েই তাঁর উত্থানের শুরু। এই গান তাকে পৌঁছে দেয় তারকাখ্যাতির সিঁড়িতে। এরপর এক বর্ণাঢ্য ক্যারিয়ার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গত ১ যুগে। তাঁর এই বিদায়ে বলিউড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল বলা যায়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’…
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনম ফারিয়ার

নির্বাচনি উত্তাপে আবেগী শবনম ফারিয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব…
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনব ফারিয়ার

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে?  

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী পহেলা ফেব্রুয়ারী দেয়া হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের…
২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে

তারেক রহমানের পছন্দের সিনেমার নাম জানালো টাইম ম্যাগাজিন

তারেক রহমান ও সিনেমা ২০০৮ সালে দেশ থেকে নির্বাসিত হন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর…
তারেক রহমানের পছন্দের সিনেমার নাম
0
Share