নায়ক নিজ হাতে রান্না করছেন ফুটপাতে
বাংলা সিনেমার প্রচারণায় নতুনত্বের শেষ নেই। কেউ আয়োজন করেন জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলন, কেউ আবার ব্যস্ত শহরের রাস্তায় ঘোড়ার গাড়িতে করে ঘোরেন দর্শকের নজর কাড়তে। কিন্তু এবারের দৃশ্যটা ছিল একেবারেই অন্য রকম। ‘গোঁয়ার’ সিনেমার নায়ক নিজ হাতে রান্না করছেন ফুটপাতে, শুটিং নয়, বাস্তব জীবনের মানুষদের জন্য খাবার তৈরি।
১৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘গোঁয়ার’ নামের সিনেমাটি। মুক্তি উপলক্ষে মঙ্গলবার সকালে এফডিসির প্রধান ফটকের পাশে হাঁড়ি-পাতিল নিয়ে রান্নায় ব্যস্ত ছিলেন ছবির নায়ক রাসেল মিয়া। তার পাশে ছিলেন পরিচালক রকিবুল আলমসহ ছবির আরও কলাকুশলীরা। বড় প্রজেক্টরে চলছিল ছবির ট্রেলার, চারপাশে টানানো ব্যানার আর পোস্টারে লেখা ছিল— ‘গোঁয়ার মুক্তি উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ আয়োজন—দুই টাকায় খাবার পাবেন ৫০ বছর বা তদূর্ধ্ব রিকশাচালক ও মানসিক ভারসাম্যহীন মানুষ।”
ব্যানারে আরও লেখা ছিল, এই উদ্যোগে আর্থিকভাবে সক্ষম মানুষদের খাবার না নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।‘
প্রথম দিনের মেনুতে ছিল চিকন চালের ভাত আর গরুর গোশত। বাকি নয় দিনেও মেনুতে যুক্ত হবে নানা পদ। রাসেল মিয়া বলেন, “সিনেমা প্রচারণার জন্য যেই বাজেট থাকে, সেটি রেস্টুরেন্টে খরচ না করে মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে প্রচারণাও হবে, আবার অসহায় মানুষরাও উপকৃত হবে।”
গণমানুষের গল্পে ‘গোঁয়ার’
‘গোঁয়ার’ সিনেমার গল্প নিয়ে রাসেল বলেন, “এটা গণমানুষের গল্প। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এখানে জায়গা পেয়েছে—গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে গুলিস্তানের পথচারী, গার্মেন্টস কর্মী ভাইবোন, রিকশাচালক—সবাই কোনো না কোনোভাবে এই ছবিতে এসেছে। এমনকি একজন ধর্ষণের শিকার নিরীহ নারীর ন্যায়বিচারের সংগ্রামও এতে আছে।”
এই সিনেমায় রাসেল মিয়াকে দেখা যাবে এক নতুন রূপে—একজন সাইকোপ্যাথ চরিত্রে। তিনি বলেন, “এটা আমার অভিনয়জীবনের সবচেয়ে ভিন্ন অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি, ‘গোঁয়ার’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।”
ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম, প্রযোজনা করেছেন হেলেনা জাহাঙ্গীর। এতে রাসেল মিয়ার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি, পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠু।
‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।’
এর আগে ২০২২ সালে রাসেল মিয়া ও হেলেনা জাহাঙ্গীরের ‘ভাইয়ারে’ মুক্তি পেয়েছিলো। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাসেল মিয়া। এ ছাড়াও ছিলেন এলিনা শাম্মী, জারা, হেলেনা জাহাঙ্গীর। সেসময় চলচ্চিত্রটি নিয়ে হেলেনা জাহাঙ্গীর বলেছিলেন, ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।’হেলেনা জাহাঙ্গীরের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুলভাবে ছড়িয়ে পড়ে। উঠে নানা আলোচনা ও সমালোচনা।