ফেলুদার নতুন সিরিজ : দুর্গাপূজায় আসছে রহস্যের ওয়েব সিরিজ
বাংলা সাহিত্যের ইতিহাসে গোয়েন্দা চরিত্রের কথা উঠলেই প্রথম সারিতে আসে প্রদোষচন্দ্র মিত্র, যিনি সবার কাছে বেশি পরিচিত ফেলুদা নামে। সত্যজিৎ রায়ের সৃষ্ট এই কিংবদন্তি চরিত্র বহু দশক ধরে পাঠকের কল্পনায় বেঁচে আছে। বইয়ের পাতা থেকে সিনেমা ও ওয়েব সিরিজের পর্দা সব জায়গাতেই সমান জনপ্রিয় ফেলুদা। ফেলুদার নতুন সিরিজ ২০২৫ দুর্গাপূজায় আসছে। জেনে নিন কাস্ট, রহস্যময় গল্প, ট্রেলার এবং কোন OTT প্ল্যাটফর্মে দেখবেন। রহস্যপ্রেমী দর্শকদের জন্য বড় উৎসবের সময় নতুন আকর্ষণ ।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে নতুন ওয়েব সিরিজ ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া ট্রেলারটি ইতিমধ্যেই দর্শকদের মনে জাগিয়েছে তুমুল উচ্ছ্বাস।
সৃজিত মুখোপাধ্যায় ২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ দিয়ে ওয়েব সিরিজে যাত্রা শুরু করেন। এরপর গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘ভূস্বর্গ ভয়ংকর’। তখনই তিনি জানিয়েছিলেন, আর নতুন কোনো ফেলুদা সিরিজ বানাবেন না। তবে প্রায় ছয় বছর আগে তৈরি হওয়া ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ অবশেষে দুর্গাপূজার উৎসবেই মুক্তি পেতে চলেছে।
কাঠমান্ডুতে ফেলুদা
ট্রেলারের ঝলকেই ইঙ্গিত মিলেছে রহস্যময় ঘটনার। দুর্গাপূজোর ঠিক আগেই এক অদ্ভুত খুনের মামলা এসে হাজির হয় টেবিলে। সেই রহস্য সমাধানে ফেলুদা, তোপসে এবং জটায়ু পৌঁছে যান সুদূর কাঠমান্ডুতে। মৃত ক্লায়েন্টকে ঘিরে শুরু হওয়া তদন্তে একের পর এক বাঁধার মুখোমুখি হলেও, ফেলুদার ক্ষুরধার যুক্তি আর অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা শেষ পর্যন্ত উন্মোচন করে দেয় পুরো রহস্যের জাল।
অভিনয় শিল্পীদের ক্ষেত্রেও থাকছে আগের মতোই পরিচিত মুখ। ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে, তোপসের ভূমিকায় থাকছেন কল্পন মিত্র, আর জটায়ু হিসেবে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যদিকে, বিখ্যাত খলচরিত্র মগনলাল মেঘরাজ হয়ে হাজির হবেন খরাজ মুখোপাধ্যায়, যা দর্শকদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করবে।