Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ডা. এজাজ, মুগ্ধ ভক্তরা

গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ড. এজাজ, মুগ্ধ ভক্তরা

বাসে ‘গরিবের ডাক্তার’ এজাজুল ইসলাম

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও প্রমাণ করলেন, খ্যাতি মানুষকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যায় না ইচ্ছে থাকলে বরং গণমানুষের কাছে থাকা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট্ট ঘটনা আবারও মনে করিয়ে দিল, ডা. এজাজুল ইসলাম শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও একজন অনুপ্রেরণামূলক মানুষ।

গত ১৪ অক্টোবর সকাল ১০টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাসে উঠেছিলেন এক সাধারণ যাত্রী। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠলেন একজন পরিচিত মুখ, কিন্তু সেই সময় তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। সাধারণ পোশাকে, বিনয়ী ভঙ্গিতে তিনি নীরবে গিয়ে বসেন ড্রাইভারের পাশের সিটে।

যাত্রীটি ফেসবুকে লিখেছেন, “উনাকে চিনে ফেলতেই পুরো বাসে হালকা চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই সিট অফার করলেন, কেউ কেউ ছবি তুলতে চাইলেন, কিন্তু তিনি সবার অনুরোধ বিনয়ের সঙ্গে এড়িয়ে গেলেন। এমনকি যখন আমার পাশের সিট খালি হলো, আমি নিজে ডেকে বললাম, ‘স্যার, এখানে বসুন।‘ কিন্তু উনি হেসে বললেন, ‘না, ওখানে ওই ভাইটিকে বসতে দিন।‘  এরপর তিনি আবার আগের মতো চুপচাপ বসে থাকলেন।‘

এই সরল অথচ গভীর মানবিক মুহূর্তটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ পোস্টটিতে মন্তব্য করেন, “এটাই প্রকৃত তারকার পরিচয়”, “এমন মানুষরাই সমাজে আলোর দিশা দেখান’, “তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তা মানেই অহংকার নয়।”

‘গরিবের ডাক্তার’ ডা. এজাজুল ইসলাম

চিকিৎসক হিসেবে ডা. এজাজুল ইসলাম “গরিবের ডাক্তার’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন চিকিৎসা ও সহানুভূতি। আবার শিল্পী হিসেবেও তিনি সমানভাবে শ্রদ্ধার পাত্র। প্রয়াত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাতে অভিনয়ে আসা এই গুণী অভিনেতা ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘দারুচিনি দ্বীপ’ সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন।

অভিনয়ে যেমন গভীরতা, জীবনে তেমনি সরলতা, এই দুই মিশেলেই গড়ে উঠেছে ডা. এজাজুল ইসলামের ব্যক্তিত্ব। সহকর্মী ও ভক্তদের কাছে তিনি শুধু একজন সফল অভিনেতা বা চিকিৎসক নন, বরং এক মানবিক আদর্শের প্রতীক।

একজন জনপ্রিয় তারকা হয়েও তিনি আজও যেভাবে সাধারণ মানুষের ভিড়ে মিশে যান, তাতে স্পষ্ট হয়, খ্যাতির উজ্জ্বল আলোও তার বিনয়ের ছায়া ঢাকতে পারেনি। বাস্তব জীবনের এমন নীরব উদাহরণই মানুষকে নতুন করে ভাবতে শেখায়, মানবিকতা কখনো আড়াল থাকে না, তা নিজের আলোয়ই উজ্জ্বল হয়ে ওঠে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জুবিন গার্গের মৃত্যু: উত্তপ্ত আসামে পুলিশের গুলি   

জুবিন গার্গের মৃত্যু: আসামে পুলিশের গুলিতে উত্তেজনা ও জনবিক্ষোভ আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ গত ১৯…
জুবিন গার্গের মৃত্যু

৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়- সাইমা কুরেশি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে…
৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়- সাইমা কুরেশি

দ্য ফ্রিক: চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ ছবি প্রকাশিত হচ্ছে

প্রকাশিত হচ্ছে চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ কাজ ‘দ্য ফ্রিক’ বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী…
দ্য ফ্রিক: চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ ছবি প্রকাশিত হচ্ছে
0
Share