ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
২০২৬ সালের ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ২৪তম আসর। ৯ দিনব্যাপী এই সিনেমা উৎসবে ৯১টি দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য প্রদর্শিত হবে। উৎসবে প্রায় ২৬৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। ফেস্টিভ্যালের প্রতিপাদ্য বিষয় ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। আসন্ন ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন আফসানা মিমি।
শনিবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুটি বিভাগের জুরিবোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিচারকের তালিকায় স্থান পেয়েছেন উৎসবখ্যাত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

নারী নির্মাতাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
ওমেন ফিল্মমেকার বিভাগে আফসানা মিমি দায়িত্ব পালন করবেন। যেখানে শুধু নারী নির্মাতাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি প্রদর্শিত হবে। এই বিভাগে সেরা পরিচালক, সেরা ডকুমেন্টারি ও সেরা ফিকশন নির্বাচিত হয় নারী নির্মাতা, শিল্পী ও সংস্কৃতি বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরিবোর্ডের মাধ্যমে। মিমি ছাড়া এই বিভাগের জুরিবোর্ডে আছেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় ডকুমেন্টারি নির্মাতা ও শিক্ষাবিদ আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট রোনাক তাহের, ফিলিপাইনের খ্যাতনামা চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী জেরাল্ডিন ভিলামিল এবং প্যারিসভিত্তিক মার্কিন শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা ম্যারিয়ন স্ট্যান্ডেফার।
উৎসবের ২৪তম এই আসরে আরও থাকবে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ‘টুয়েলভথ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকেরা অংশ নেবেন।
এছাড়াও স্পিরিচুয়াল ফিল্মস বিভাগের জুরিদের নামও ঘোষণা করা হয়েছে । এই বিভাগের দায়িত্বে আছেন বাংলাদেশের লেখক ও প্রযোজক তানভীর হোসেন, সুইজারল্যান্ডের প্রজেক্ট ম্যানেজার তেরেসা ভিনা, ব্রাজিলের অডিওভিজ্যুয়াল আর্টিস্ট ও ফটোগ্রাফার মিলিনা কোয়ারজ, জার্মানির নির্মাতা দারিয়া সিলফস্টিন এবং ইরানের প্রযোজক এহসান কাভেহ।
ঢাকা উৎসবে এবার ওমেন ফিল্মমেকার ও স্পিরিচুয়াল ফিল্মসসহ মোট ১০টি বিভাগ থাকছে । অন্য বিভাগগুলো হলো বাংলাদেশ প্যানোরামা, এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস ও শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস। ঢাকা চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।