সিঙ্গেল স্ক্রিন বন্ধ, বাড়ছে মাল্টিপ্লেক্স
একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় দেশের প্রেক্ষাগৃহ নিয়ে যখন হতাশা, ঠিক তখনই আশার খবর মিলছে। দেশের তিন জেলায় আসছে নতুন মাল্টিপ্লেক্স । পরিকল্পনা অনুযায়ী, ঈদকে সামনে রেখে এসব প্রেক্ষাগৃহ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে।
নারায়ণগঞ্জ ও বগুড়ায় স্টার সিনেপ্লেক্স
২০২৬ সালে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন মাল্টিপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে জনপ্রিয় প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে তাদের নতুন শাখার নির্মাণকাজ চলমান রয়েছে। পবিত্র ঈদুল ফিতরে এটি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে। এই শাখায় থাকবে তিনটি আধুনিক সিনেমা হল। অন্যদিকে, বগুড়ার পুলিশ প্লাজায় নির্মাণাধীন স্টার সিনেপ্লেক্স শাখায় থাকছে দুটি হল, যা চলতি বছরেই চালু করার লক্ষ্য রয়েছে।
সারাদেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন হল চালুর বিষয়ে তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স আগে থেকেই দেশজুড়ে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হলেও নানা কারণে তা শেষ হতে কিছুটা সময় লেগেছে। আপাতত বড় শহরগুলোতে হল চালু করা হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শরীয়তপুরে চালু হচ্ছে পদ্মা সিনেপ্লেক্স
এদিকে, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষের পথে। হলটির মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন এই মাল্টিপ্লেক্সগুলো চালু হলে দেশীয় চলচ্চিত্র শিল্পে নতুন গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।