প্রকাশিত হচ্ছে চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ কাজ ‘দ্য ফ্রিক’
বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী কৌতুকাভিনেতাদের একজন চার্লি চ্যাপলিন। মৃত্যুর আগে চার্লি চ্যাপলিন যে শেষ ছবিটি নিয়ে কাজ করছিলেন, সেই অসম্পূর্ণ প্রকল্পের চিত্রনাট্য এবার প্রকাশ পাচ্ছে। ‘দ্য ফ্রিক: দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড ফিল্ম’ শিরোনামে বই আকারে আসছে চ্যাপলিনের এই শেষ কাজটি।
১৯৭৭ সালে ৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘দ্য ফ্রিক’ এর ওপর কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে সংরক্ষিত পাণ্ডুলিপি, স্টোরিবোর্ড ও স্কেচগুলো একত্র করে বইটি প্রকাশ করছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা ‘স্টিকিং প্লেস বুকস’।
প্রকাশক পল ক্রোনিন জানিয়েছেন, চ্যাপলিন তার বিখ্যাত ‘লিটল ট্রাম্প’ চরিত্রের মতোই এক নতুন ‘বহিরাগত’ নায়িকা তৈরি করেছিলেন, নাম সারাফা, যার শরীর মানুষের মতো হলেও ছিল ডানা। এই রহস্যময় প্রাণীটির বিশেষ ক্ষমতা ছিল অসুস্থ মানুষকে সুস্থ করা এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা।
চিত্রনাট্যে দেখা যায়, সারাফা এক অধ্যাপকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, যিনি নিজের ছাদে আহত অবস্থায় তাকে খুঁজে পান। এক পর্যায়ে সারাফা অধ্যাপককে বলে,’আমি আমার ডানা ঘৃণা করি… মানুষ আমাকে ভয় পায়, আমি তাদেরও ভয় পাই।‘
চ্যাপলিন নিজেও ছবিটিতে একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয়ের পরিকল্পনা করেছিলেন, লন্ডনের আকাশে সারাফাকে উড়তে দেখে হতভম্ব হয়ে যাওয়া এক মাতালের ভূমিকায়। সারাফার চরিত্রে অভিনয় করার কথা ছিল চ্যাপলিনের কন্যা ভিক্টোরিয়ার।
চ্যাপলিন আর্কাইভে পাওয়া নথিতে দেখা যায়, ছবির প্রস্তুতি ছিল একেবারে শেষ ধাপে। প্রযোজনার সময়সূচি, স্পেশাল ইফেক্টস পরিকল্পনা, বাজেট, এমনকি সারাফার ডানার নকশা পর্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ ছিল।
চ্যাপলিনের জীবনীকার ডেভিড রবিনসন, যিনি এসব উপাদান নিয়ে বইটি সম্পাদনা করেছেন, তিনি বলেন “ছবিটি অসম্পূর্ণ রয়ে যাওয়া নিঃসন্দেহে এক দুঃখের বিষয়। এটি শেষ হলে এক অসাধারণ সৃষ্টি হতে পারত।”
পাখির ডানা ও চার্লি চ্যাপলিন
চ্যাপলিনের মেয়ে ভিক্টোরিয়া স্মৃতিচারণ করে বলেন, তার বাবা উড়ন্ত পাখিদের গতিবিধি সপ্তাহের পর সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করতেন, কেবল ডানার ঝাপটানি বাস্তবভাবে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়ে। কিন্তু সেই সময়কার প্রযুক্তি তাঁর ভাবনার সঙ্গে তাল মেলাতে পারেনি।
“তিনি নিজস্ব উপায়ে সবকিছু করতে চেয়েছিলেন, কিন্তু সময় যেন তার ডানা ছেঁটে দিয়েছিল,” বলেন ভিক্টোরিয়া।
এর আগে ২০২০ সালে ইতালীয় ভাষায় সীমিত আকারে চিত্রনাট্যটি প্রকাশ করেছিল ‘সিনেটিকা দি বলোন্যা’, যারা চ্যাপলিন আর্কাইভ সংরক্ষণের দায়িত্বে রয়েছে। তবে এবারই প্রথমবারের মতো এটি মূল ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হচ্ছে।
সম্পাদক সেসিলিয়া সেনসিয়ারেলা জানান, ‘দ্য ফ্রিক’ এতদিন চ্যাপলিন গবেষকদের কাছেও প্রায় অজানা ছিল। এমনকি পাণ্ডুলিপির মধ্যে পাওয়া গিয়েছে ‘গোপন কাস্টিং নোট’, যেখানে প্রধান চরিত্রে রবার্ট ভন, জেমস ফক্স ও রিচার্ড চেম্বারলেইন, এই তিন অভিনেতার নাম উল্লেখ ছিল।
শিল্পী জেরাল্ড লার্ন, যিনি উড়ন্ত সারাফার প্রায় ১৫০টি স্কেচ তৈরি করেছিলেন, স্মৃতিচারণে বলেন “চার্লি জানতেন তিনি কী চান। তাঁর ভাবনাগুলো ছিল নিখুঁতভাবে স্পষ্ট ও বিস্তারিত।”