Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

শাহরুখপুত্র আরিয়ান ও রণবীরের বিরুদ্ধে মামলার নির্দেশ

শাহরুখপুত্র আরিয়ান ও রণবীরের বিরুদ্ধে মামলার নির্দেশ

মামলার মুখে পড়তে যাচ্ছেন বলিউড কিং পুত্র আরিয়ান

শাহরুখপুত্র আরিয়ান খানের ক্যারিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’। বেশ সাফল্যের সাথেই চলছিলো সিরিজটি কিন্তু এমন সময়েই এসেছে মন খারাপ করা খবর। মামলার মুখে পড়তে যাচ্ছেন বলিউড কিং পুত্র আরিয়ান খান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য যেখানে দেখা গেছে আরিয়ান ও রণবীরের মামলায় পড়তে যাচ্ছেন।

আরিয়ান ও রণবীরের বিরুদ্ধে মানবাধিকার কমিশন

‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। ছিলেন রণবীরও। সিরিজে তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট। যা ভালোভাবে নেয়নি ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা আরিয়ান খান ও প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে ভারতের মানবাধিকার কমিশন। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

সিরিজের সপ্তম পর্বে দেখা গেছে রণবীরকে। সেখানে করণ জোহরের সঙ্গে তার হাস্যরসাত্মক কথোপকথন দর্শকের মনোযোগ কাড়ে। অনায়াস ভঙ্গিতে এসে করণ জোহরের সঙ্গে মজা করেন। ঠিক এরপরই অন্যা সিং অভিনীত চরিত্রের কাছে তিনি ভেপ চান। আর এই ভেপ নেওয়ার মুহূর্তকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়তে যাচ্ছে পুরো সিরিজটি। ভারতের মানবাধিকার কমিশন (এনএইচআরসি) ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছে রণবীর কাপুর, প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে।

রণবীরের ই-সিগারেট

অভিযোগ উঠেছে, ২০১৯ সালের আইন লঙ্ঘন করে সিরিজটিতে ই-সিগারেটকে প্রচার করা হয়েছে। সমাজকর্মী বিনয় জোশি কতৃক দাখিল করা এই অভিযোগে বলা হয়, রণবীরকে ই-সিগারেট টানতে দেখানো হয়েছে কোনো স্বাস্থ্যসতর্কতা ছাড়া, যা তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে পারে এবং নিষিদ্ধ দ্রব্যকে স্বাভাবিক করে তুলতে পারে। সিরিজটি দায়িত্বজ্ঞানহীন কনটেন্ট ছড়িয়ে জনস্বাস্থ্য ও আইন প্রয়োগকারী সংস্থার অবস্থানকে খাটো করেছে। এর পরিপ্রেক্ষিতে এনএইচআরসি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মুম্বাই পুলিশ কমিশনারকেও ই-সিগারেটের সরবরাহ চক্র খতিয়ে দেখতে বলা হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ জারি করা হয়েছে। এবার দেখা যাক আরিয়ান ও রণবীরের ভাগ্যে কি আছে।

গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্যাডস অফ বলিউড’। এটি পরিচালনা করেছেন আরিয়ান খান। অভিনয়ে রণবীর কাপুর ছাড়াও এতে আছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর। এ ছাড়াও দেখা গেছে সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, ওরি, শানায়া কাপুর, ইব্রাহিম আলী খান, রাজকুমার রাও, সারা আলী খানদের। মুল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া ও বিজয়ন্ত কোহলি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান মুক্তাদিরের ‘অভদ্র প্রেমে’ পাকিস্তানি নায়িকা   

সালমান মুক্তাদির আবারো আলোচনায় দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির আবারো আলোচনায় এসেছে। তার করা…

ঢাকায় সফর শেষে পাকিস্তানে ফিরলেন হানিয়া আমির

পাকিস্তানে ফিরলেন হানিয়া আমির ঢাকায় সফর শেষে পাকিস্তানে ফিরলেন হানিয়া আমির । প্রথমবারের মতো বাংলাদেশে এসে তিন…

শিল্পকলা একাডেমির দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নতুন দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। রোববার (২১ সেপ্টেম্বর)…
Exit mobile version