শবনম বুবলীর সিনেমা
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত ও দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী। রুপালি পর্দার ঝলমলে উপস্থিতি, প্রাণবন্ত অভিনয় ও ধারাবাহিক সফল প্রজেক্টের মাধ্যমে অল্প সময়েই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বাণিজ্যিক ঘরানার ছবিতে যেমন তিনি দর্শক মাতিয়েছেন, তেমনি আবেগী ও চরিত্রনির্ভর কাজেও নিজের অভিনয় সক্ষমতার প্রমাণ দিয়েছেন। আগামীকাল ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা ।

এর আগে ‘বসগিরি’, ‘চোখ’, ‘নোলক’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন বুবলী। শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। এসব ছবিকে অনেকেই তার ক্যারিয়ারের সেরা ও সবচেয়ে সফল কাজ হিসেবে উল্লেখ করেন। ধারাবাহিকভাবে সফল কাজ দিয়ে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা।
সাম্প্রতিক সময়ে করোনাকালে নির্মিত ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ছায়া’ ছবিতে তার অভিনয় আবারও আলোচনায় এসেছে। কোরবানির ঈদে টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে, যা তার ক্যারিয়ারের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ধরা হচ্ছে। প্রতিটি নতুন প্রজেক্টেই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন শবনম বুবলী, আর সেই কারণেই তিনি এখনো দর্শকের কৌতূহলের কেন্দ্রে।

এবার জানা গেছে, আগামী ২৮ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ছায়া’। প্রযোজক সমিতির রেজিস্ট্রার সৌমেন সুর জানিয়েছেন, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম নির্ধারিত তারিখে মুক্তির জন্য লিখিত আবেদন করেছে। এই সপ্তাহে অন্য কোনো ছবি মুক্তি না থাকায়, ছবিটিকে মুক্তির অনুমতিও দেওয়া হয়েছে।
ফলে সব জটিলতা কাটিয়ে ২৮ নভেম্বর দর্শক বড় পর্দায় মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা ‘ছায়া’। ‘ছায়া’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আগেই।
সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এই ছবিতে বুবলীর সঙ্গে আসিফ নূর, পল্লব এবং সিমরিন লুবাবা অভিনয় করেছেন। সিনেমাটি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি ইতিবাচক বার্তা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হয়েছে।