উৎসবে জায়গা পেয়েছে ৩২ দেশের ৭৪টি সিনেমা
তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ এই ভাবনাকে সামনে রেখে বগুড়ায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তরুণদের সৃজনশীলতা ও চলচ্চিত্র চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন। উৎসবটি চলবে আগামী শনিবার পর্যন্ত। উৎসবে জায়গা পেয়েছে ৩২ দেশের ৭৪টি সিনেমা। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বগুড়ার মধধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

আয়োজকেরা জানান,মধুবন সিনেপ্লেক্সে শুক্রবার বেলা তিনটা থেকে এবং শনিবার সকাল ১০টা থেকে উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী দিন ছাড়াও শুক্রবার বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া চলচ্চিত্রবিষয়ক সেমিনার এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তোলা ছবি নিয়ে ‘ফটো রিলস’ প্রদর্শিত হবে। উৎসবে অংশগ্রহণ করেছেন ৬টি দেশের ৪৫ জন নির্মাতা ও কলাকুশলী।

৭টি ক্যাটাগরিতে দেয়া হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার
উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কমপিটিশন। দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।