বিএনপির থিম সং
নির্বাচনের প্রচারণায় বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গান যাকে থিম সং বলে নামকরণও করা হয়। জাতীয় কিংবা আঞ্চলিক সবরকম নির্বাচনেই অংশগ্রহণকারী প্রায় সবগুলো দল কিংবা ব্যক্তি এই ‘থিম সং’-এর আয়োজন করে থাকে। সেইসূত্র আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় এবার বিশেষ একটি থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির থিম সং গাইলেন কারা?
বুধবার দিবাগত রাত ১২টার পর বিএনপি রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে একটি থিম সং-এর উদ্বোধন করেন। গানটি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গানটির শিরোনাম ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’।
‘সবার আগে বাংলাদেশ’ এর মতো দলটির একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান ব্যবহার করা হয়েছে থিম সং-এ। ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে মুক্তি পেয়েছে গানটি। গানটির কথা ও সুর করেছেন তানভীর চৌধুরী। বিএনপির থিম সং গাইলেন আতিয়া আনিশা ও নিলয়।

গানটিতে আবহমান বাংলার সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গানে ধর্ম-বর্ণের সম্প্রীতির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। ‘থিম সং’ টিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকেও দেখা গেছে।
বিএনপি নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে থিম সংটি তৈরির উদ্যেগ নেয়া হয়েছে। মাঠপর্যায়সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে গানটি। দলটির রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রচেষ্টা হিসেবেই এই গানটি তৈরি ও প্রকাশ করা হয়েছে বলেও জানান তারা।
