Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ভারতীয় টিভি সিরিয়ালে অভিষেক হচ্ছে বিল গেটসের

ভারতীয় টিভি সিরিয়ালে অভিষেক হচ্ছে বিল গেটসের

বিল গেটস অভিষেক করতে চলেছেন ভারতীয় টেলিভিশনে

ধনকুবের বিল গেটসের বিনোদন দুনিয়ায় অংশগ্রহণ হয়েছে অনেক আগেই। ‘ফ্রাসিয়ার’ এবং ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মতো জনপ্রিয় অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। তবে এবার তিনি ভিন্ন পরিস্থিতিতে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস অভিষেক করতে চলেছেন ভারতীয় টেলিভিশনে।

ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ এর তিন পর্বের একটি বিশেষ সিকোয়েন্সে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবেন বিল গেটস। সেখানে তিনি গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করবেন।

ভিডিও কলে বিল গেটস

জানা যায়, বিল গেটস ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের তিন পর্বের একটি বিশেষ সিকোয়েন্সে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবেন। সেখানে তিনি অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি অভিনীত মূল চরিত্র তুলসি ভিরানির সঙ্গে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। 

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, এবং সিরিয়ালের এই অংশটিতে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা বিশেষভাবে তুলে ধরা হবে।

এই বিশেষ পর্বটি বিল গেটস এবং স্মৃতি ইরানির মধ্যে একটি ভিডিও কলের মাধ্যমে শেষ হবে এবং এটি প্রায় তিনটি পর্ব জুড়ে চলবে। গল্পটি গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং উন্নত করার উপর কেন্দ্র করে তৈরি হয়েছে। যেহেতু বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই কারণগুলি নিয়ে সক্রিয়ভাবে কাজ করে, তাই এই সহযোগিতা স্বাভাবিকভাবেই এসেছে। স্মৃতি চেয়েছিলেন এই শো-কে গল্প বলার মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা প্রচারের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে।’

তবে সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, বিশ্বখ্যাত হলিউড তারকা উইল স্মিথও নাকি স্মৃতি ইরানি অভিনীত এই জনপ্রিয় ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করতে পারেন। 

টেলিচাক্কারের এক প্রতিবেদন অনুযায়ী, ‘মেন ইন ব্ল্যাক’ তারকার এই ক্যামিও দৃশ্যটি ‘মিহির’ এবং ‘তুলসি’কে তাদের দাম্পত্য জীবনের সারবত্তা নতুন করে খুঁজে পেতে এবং তাদের মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করার উপর আবর্তিত হতে পারে। 

তবে, এখনও পর্যন্ত এই খবরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে উইল স্মিথ ভারতীয় চলচ্চিত্র ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এ একটি ক্যামিও চরিত্রে উপস্থিত হয়েছিলেন।

ভারত সফরে বিল গেটস

এদিকে, বিল গেটস দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। গত তিন বছরে তিনি তিনবার ভারত সফর করেছেন। চলতি বছরের মার্চ মাসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন। 

সে সময় গেটস টুইট করে জানান, ‘ভারতের উন্নয়ন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর পথ এবং স্বাস্থ্য, কৃষি, এআই ও অন্যান্য খাতে যে উত্তেজনাপূর্ণ অগ্রগতি ঘটছে, তা নিয়ে @narendramodi-এর সঙ্গে আমার চমৎকার আলোচনা হয়েছে। ভারতে উদ্ভাবন কীভাবে স্থানীয় এবং বিশ্বব্যাপী অগ্রগতি ঘটাচ্ছে, তা দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

উল্লেখ্য, ২৫ বছর পর গত জুলাই মাসে ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ নতুন রূপে ভারতীয় টেলিভিশনের পর্দায় ফিরে আসে। এতে স্মৃতি ইরানি তার আইকনিক চরিত্র তুলসি ভিরানি রূপে আবারও অভিনয় করছেন। এই জনপ্রিয় সিরিয়ালের নতুন সিজনে বডি পজিটিভিটি এবং নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলি তুলে ধরা হচ্ছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে পুলিশ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা…

সাদিয়া আয়মান অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন

সাদিয়া আয়মান এর সাথে নির্মাতা রেদওয়ান রনির প্রেম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এর সাথে…
সাদিয়া আয়মান

নৃত্যশিল্পী থেকে জেমসের জীবন সঙ্গী নামিয়া

জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন? দেশের ব্যান্ড সংগীত জগতের এক জীবন্ত কিংবদন্তি নগর বাউল মাহফুজ আনাম জেমস।…

 কোথায়, কেমন আছেন দুনিয়া কাঁপানো ‘ম্যাকগাইভার’ ?

বিটিভির পর্দায় ‘ম্যাকগাইভার’ ১৯৯০ দশকে বাংলাদেশে বিটিভির পর্দায় ‘ম্যাকগাইভার’ সিরিজটা দর্শকদের জন্য ছিল…
কোথায়, কেমন আছেন দুনিয়া কাঁপানো ‘ম্যাকগাইভার’
0
Share