ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের নতুন সিরিজ ‘ব্যাট-ফ্যাম’
ডিসি ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ব্যাটম্যান এবার হাজির হচ্ছেন একেবারে নতুন এক রূপে। ব্যাটম্যান এবার মুখে দাঁড়ি নিয়ে হাজির হচ্ছেন । ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের নতুন সিরিজ ‘ব্যাট-ফ্যাম’ এর প্রথম অফিসিয়াল প্রচারণা প্রকাশের পর থেকেই এই ব্যতিক্রমী লুক দেখা গিয়েছে। এই লুক প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সাধারণত ব্যাটম্যানের পরিচিত রূপ ক্লিন শেভ মুখে সীমাবদ্ধ। কিন্তু নতুন অ্যানিমেটেড সিরিজে ব্রুস ওয়েইনকে দেখা যাচ্ছে পূর্ণ দাড়ি রেখেই অপরাধের বিরুদ্ধে লড়তে। সামনাসামনি দাড়িটি তার মুখের বেশির ভাগ অংশ ঢেকে রাখে। মুখোশ ও দাড়ির মাঝখানে সামান্য ত্বক দৃশ্যমান থাকলেও পাশ থেকে বোঝা যায় দাড়ির রং তার স্যুটের তুলনায় আরও গাঢ়, আর থুতনির অংশটি ইচ্ছাকৃতভাবে খোলা রাখা হয়েছে। স্যুটের বাইরে ব্রুসের দাড়িওয়ালা লুকটি তুলনামূলক স্বাভাবিক, কারণ মুখের আকৃতির সঙ্গে এটি মানিয়ে গেছে।
সিরিজটির হালকা মজার টোনের কারণে দর্শকের বড় একটি অংশ এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। যদিও এটি ব্যাটম্যানের দীর্ঘদিনের ক্লাসিক লুক থেকে সম্পূর্ণ আলাদা।
মুখে দাঁড়ি নিয়ে ব্যাটম্যান দেখা এটাই প্রথম নয়। ১৯৯১ সালের ‘লেজেন্ডস অব দ্য ডার্ক নাইট: ভেনম’ কমিকেও ব্রুস ওয়েইনকে সাময়িকভাবে দাড়ি নিয়ে দেখা গিয়েছিল, যখন তিনি একটি বিপজ্জনক ওষুধের প্রভাবে তৈরি পরিস্থিতি মোকাবিলা করছিলেন। লাইভ অ্যাকশন চলচ্চিত্রেও একাধিকবার দাড়িওয়ালা ব্রুস ওয়েইনের উপস্থিতি দেখা গেছে।
‘জাস্টিস লিগ’ (২০১৭) এবং ‘জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ’ (২০২১)-এ বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানকে আইসল্যান্ডের গ্রামে ভ্রমণের সময় দাড়িসহ দেখা যায়। ‘দ্য ডার্ক নাইট রাইসেস’ (২০১২) এ বন্দী অবস্থায় ক্রিশ্চিয়ান বেলের ব্রুস ওয়েইনের দাড়ি গজিয়ে ওঠে। ‘দ্য ফ্ল্যাশ’ (২০২৩)-এ মাইকেল কিটনের অবসরপ্রাপ্ত ব্যাটম্যানও উপস্থিত হন সাদা লম্বা দাড়ি নিয়ে।
‘ব্যাট-ফ্যাম’ অ্যানিমেটেড সিরিজে ব্রুস ওয়েইনসহ পুরো ব্যাট ফ্যামিলি একইসঙ্গে উপস্থিত থাকবে। সিরিজটিতে কণ্ঠ দিয়েছেন লিউক উইলসন, ইয়োনাস কিব্রিয়াব, জেমস ক্রমওয়েল ও ববি ময়নিহান। অ্যামাজন প্রাইম ভিডিওতে এটি স্ট্রিমিং শুরু হবে ১০ নভেম্বর থেকে।