Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ১, ২০২৫

দেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

দেশ থেকে অস্কারে যাচ্ছে বাড়ির নাম শাহানা’

অস্কারে অংশগ্রহণের জন্য নির্বাচন

বাংলাদেশ থেকে অস্কারে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে ছবিটি জমা দেওয়া হবে। গেল শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে জমা পড়ে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে লিসা গাজীর ছবিটিকে চূড়ান্ত করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।  

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। এরপর স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চান তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। আগে তথ্যচিত্র নির্মাণ করলেও এটিই লিসার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন লিসা গাজী।

সিনেমাটি অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত হওয়ায় ছবির নির্মাতা ও কলাকুশলীরা আনন্দিত। নির্মাতা লিসা গাজী চিত্রালীকে বলেন, ‘যে সকল নারীরা নানারকম বাধা-বিপত্তি সত্ত্বেও নিজেদের পথ গড়তে চান, সেইসকল নারীরাই আমাকে অনুপ্রাণিত করে। সিনেমায় আমি সেই গল্পই বলতে চেয়েছি।“

গল্পটি অস্কারে যাওয়ার অনুভূতি জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এ গল্পটি অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তা চিন্তা করে বেশ উৎফুল্ল লাগছে, কিছুটা স্বপ্নের মতোও লাগছে।“  

অস্কারে আনান সিদ্দিকা

মিট দ্য প্রেসে কথা বলছেন আনান সিদ্দিকা | ছবি: চিত্রালী

সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমা নিয়ে জানতে চাইলে আনান চিত্রালীকে বলেন, ‘এই সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেক নারীর জীবন সংগ্রামের কথা জানতে পেরেছি, যারা শেষপর্যন্ত লড়াই করে গেছেন। কোনো দিন হাল ছাড়েননি, টিকে থাকার জন্য লড়ে গেছেন। আজকের এ মুহূর্ত আমি তাদের উৎসর্গ করছি।“

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড। ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান।

একাডেমির নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠিত হয়। বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও পাঠানোর দায়িত্ব পায় এই কমিটি। এর অন্য সদস্যরা হলেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি, চলচ্চিত্র পরিচালক শাহীন দিল–রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন। অস্কার কমিটি ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া ছবিগুলো যাচাই–বাছাই ও পর্যালোচনা করে। নাম ঘোষণার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অস্কার কমিটির সভাপতি জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা সবচেয়ে ভালো সিনেমাটি মনোনীত করার চেষ্টা করেছি। গত কয়েক দিন আমাদের মধ্যে চলচ্চিত্রগুলোর অনেক বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়েছে। সবশেষে আমরা “বাড়ির নাম শাহানা”কে বাছাই করেছি।’

২০২৩ সালে জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ পায় ‘বাড়ির নাম শাহানা’। দেশের প্রেক্ষাগৃহে ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছে।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…
আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল

আহত-নিহতদের ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

তামিলাগা ভেটরি কাজাগাম অতীত জীবনে থালাপতি বিজয় এত বড় বিপর্যয়ের মুখোমুখি কখনোই হয়নি। অভিনয় থেকে রাজনীতিতে পা…
ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’ আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত…
‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার
0
Share