আজমেরি হক বাঁধন ও রাজনীতি
অভিনেত্রী আজমেরী হক বাঁধন সবসময়েই নেটিজেনদের আলোচনায় থাকেন। এবার তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে তিনি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। আজমেরি হক বাঁধন সত্যি কি রাজনীতিতে যোগ দিচ্ছেন?
সম্প্রতি তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আলোচনা উঠেছে বিশেষ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তার একাধিক ছবি তোলার পর থেকেই। ছবিগুলোর ক্যাপশন ও অনলাইন আলোচনায় অনেকেই ধারণা করেন, হয়তো তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হচ্ছেন।

সম্পতি জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বেশ কিছু তরুন-তরুনী ও মধ্যবয়সী মানুষদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন, ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত।
রাজনীতিতে আজমেরি হক বাঁধন কি আসছেন ?
এই দলের কয়েকজন মানুষের সাথে সাথে ছবিতে দেখা গেছে বাঁধনকে। সেই প্রেক্ষিতেই তার রাজনীতিতে যোগ দেয়ার কথা উঠেছে। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন আজমেরী হক বাঁধন। তিনি রাজনীতিতে আসবেন না বলেও জানিয়ে দিয়েছেন। এ নিয়ে তিনি বলেন, “আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।‘ তার ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যা ও অনুমান তার ব্যক্তিগত অবস্থানকে সঠিকভাবে তুলে ধরছে না।
বাঁধন আরও বলেন, “আমি চাই আমার ক্যারিয়ারটা শুধু অভিনয় আর শিল্পকলার ভালো কাজেই সীমাবদ্ধ থাকুক।‘ তিনি মনে করেন, একজন শিল্পীর কাজ দিয়েই পরিচিত হওয়া উচিত এবং অপ্রয়োজনীয় গুঞ্জন শিল্পীসত্তার জন্য বিভ্রান্তিকর হতে পারে।
অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সামাজিক ও নাগরিক ইস্যুতে মত প্রকাশ করলেও সেটিকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা হিসেবে দেখা ঠিক নয়। তিনি বরাবরই মানবিক ও সামাজিক বিষয়ে সচেতন অবস্থান নিয়েছেন, তবে সেটি দলীয় রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়।
সব মিলিয়ে, আজমেরী হক বাঁধন তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, তিনি অভিনয় ও শিল্পচর্চাকেই নিজের মূল পথ হিসেবে এগিয়ে নিতে চান। রাজনৈতিক অঙ্গনে প্রবেশের বিষয়ে তার কোনো পরিকল্পনা নেই।
