আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল
আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের রোমান্টিক ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে গেছে। অভিনন্দন আর শুভকামনা জানাচ্ছেন অসংখ্য মানুষ। আরশের সঙ্গে সুনেরাহর রোমান্টিক ছবির প্রকাশ –এর পর থেকেই চলছে প্রেমের গুঞ্জনসহ আরো নানা মন্তব্য।

তবে এতো শোরগোল চললেও সুনেরাহ্ আছেন তার কাজের দুনিয়ায়। নেপালের পাহাড়ি অঞ্চলে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ে করছেন তিনি। দেশের এক গণমাধ্যমকে তিনি আজ বলেন, ‘আমি এখন মাইনাস ডিগ্রি তাপমাত্রায় কাঁপছি’।
আরশের সাথের ছবিটি নাটক ও সিনেমা–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লেও তা নিয়ে জানার ভাবার সুযোগ হয়নি। কারণ টানা শুটিং করছেন তিনি।
সুনেরাহ্ বলেন, ‘এখানে এখন মাইনাস ডিগ্রিতে কাজ করতে হচ্ছে। মেকআপ নেওয়ার সময়ও কাঁপুনি থামে না। এত শীত আগে জানলে শুটিংয়ে আসতাম কি না, তা জানি না’।

তবে মাইনাস ডিগ্রিতে কাজের আনন্দ হারাননি তিনি। পরিচালক তানিম রহমান অংশুর ওপর তার ভরসা আছে। ‘অংশু ভাইয়ার কাজের ওপর আমার ভরসা আছে। সেই বিশ্বাস থেকেই এমন পরিস্থিতিতেও কাজটি উপভোগ করছি। এখানে দারুণ একটি লুকে অভিনয় করছি’, সুনেরাহ বলেন।
অংশুর সঙ্গে সুনেরাহ্ এর আগে ‘ন ডরাই’ সিনেমায় কাজ করেছেন যা তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় । তাই নতুন কাজে খুব একটা ভাবতে হয়নি।’
আরশ-সুনেরাহর রোমান্টিক ছবি নিয়ে সুনেরাহর মন্তব্য
গতকাল আরশ খানের সঙ্গে সেই আলোচিত ছবিটি নিজেই ফেসবুকে পোস্ট করেন সুনেরাহ্। একই ছবি শেয়ার করেন অভিনেতা ইরফান সাজ্জাদও। এরপরেই ছবিটি ভাইরাল হয়ে যায়। তবে বিষয়টি নিয়ে সুনেরাহ্ অবাক। তিনি বলেন, ‘ছবিটি আমি হঠাৎই পোস্ট করেছি। কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটা আমিও ঠিক বুঝতে পারছি না’।

ছবিটির পেছনের গল্প ভাগ করেছেন সুনেরাহ্। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবি তোলা হয়েছিল। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ফেসবুকে পোস্ট করি। এরপর কে কী লিখছে বা বলছে-সেসব আমি জানি না। আমি পুরোপুরি শুটিং নিয়েই ব্যস্ত।’
তানিম রহমান অংশুর পরিচালনায় নাটক, নাকি ওটিটির কাজ করছেন তা জানাননি সুনেরাহ্। গত ১৮ ডিসেম্বর নেপালে যান সুনেরাহ্। জানা গেছে, আজ শুটিং শেষ করে তিনি দেশে ফিরবেন।