অমিতাভ রেজা বিয়ে করেছেন
বিয়ে করেছেন নির্মাতা অমিতাভ রেজা । শুক্রবারে প্রথম বিয়ে করার ঘোষণা দেন জনপ্রিয় এই নির্মাতা। শনিবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। এটি নির্মাতার তৃতীয় বিয়ে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। তিনি পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। অমিতাভ ও মুশফিকা দুজনেই দেশের গণমাধ্যমকে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন…।’ অমিতাভ রেজার সেই পোস্টে বিনোদন অঙ্গনের কেউ কেউ মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন।
জানা গেছে, পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। মুশফিকা মাসুদের বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।
অমিতাম রেজা সম্পর্কে মুশফিকা মাসুদ বলেন, ‘অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।’

তৃতীয় বিয়ে করেছেন নির্মাতা অমিতাভ রেজা । এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটা সময় এসে তাঁদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।
অমিতাভ রেজা সম্প্রতি, ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের একটি ওটিটি সিরিজ তৈরি করেছিলেন যেখানে দেখা যায় প্রধান অভিনেতা মোশাররফ করিম একের পর এক বিয়ে করছেন। অমিতাভ রেজার বিয়ে খবর শুনে নেটিজেনরা তাই মন্তব্য করছেন এইটা কয় নম্বর বিয়েসহ আরো নানা প্রশ্ন।