Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

আইয়ুব বাচ্চু: গিটার হাতে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন যিনি

আইয়ুব বাচ্চু: যে মানুষ গিটার হাতে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন

৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত

দেশের ব্যান্ড সংগীতের লিজেন্ড আইয়ুব বাচ্চুর আজ চলে যাওয়ার দিন। ২০১৮ সালের এই দিনে অগণিত ভক্ত-শ্রোতাকে কাঁদিয়ে মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেহাবসান হলেও তিনি শত শত ভক্তের হৃদয়ে বেঁচে আছেন গানে গানে। তার গিটারের ধ্বনি যুগের পর যুগ ধরে দ্যোতনা সৃষ্টি করে যাবে সংগীতপ্রেমীদের মনে। আজ এই কিংবদন্তীর সপ্তম মৃত্যুবার্ষিকী।

আইয়ুব বাচ্চু ও জিমি হেনড্রিক্স

স্বাধীনতা-পরবর্তী সময়ে আইয়ুব বাচ্চুর বাবা ইশহাক চৌধুরী চট্টগ্রাম শহরের জুবিলী রোড এলাকায় একটি বাড়ি কেনেন। এখানেই রক লিজেন্ডের শৈশব-কৈশোর অতিবাহিত হয়। তার ১১তম জন্মদিনে তার বাবা তাকে একটি গিটার উপহার দেন। কৈশোর জীবনের শুরুর দিকেই ব্যান্ডের গান শুনতেন আইয়ুব বাচ্চু। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় বড় রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড, দ্য বিটলস, লেড জেপলিন, ডিপ পার্পল, কুইন, দ্য জিমি হেনড্রিক্স এক্সপেরিয়েন্সের গানে মুগ্ধ হন তিনি। তবে আইয়ুব বাচ্চুকে সবচেয়ে বেশি আকর্ষণ করে জিমি হেনড্রিক্সের গিটার বাজানো।

১৯৭৫ সালে আইয়ুব বাচ্চু ভর্তি হন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে। স্কুলে পড়াকালে এক বন্ধুর কাছ থেকে ইলেকট্রিক গিটার ধার করে নিয়ে বাজাতেন তিনি। সেটি ছিল একটি টিস্কো গিটার। গিটারের প্রতি এত আগ্রহ দেখে ওই বন্ধু তাকে গিটারটি উপহার দেন। আইয়ুব বাচ্চু গিটার শিখেছেন জেকব ডায়াজের কাছে।

গোল্ডেন বয়েজে আইয়ুব বাচ্চু

কলেজ জীবনেই সহপাঠী-বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ডদল গোল্ডেন বয়েজ। পরে নাম বদলে রাখা হয় আগলি বয়েজ। সেই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিলেন গিটারিস্ট। ১৯৭৭ সালে গিটার বাদক হিসেবে যোগ দেন ব্যান্ডদল ফিলিংসে। তিন বছর পর ১৯৮০ সালে ফিলিংস থেকে আসেন সোলসে। তাকে সোলসে নিয়েছিলেন নবীক খান ও তপন চৌধুরী।

চট্টগ্রামে ফিলিংসয়ের একটি অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গিটার বাজানো দেখে মুগ্ধ হন সোলস ব্যান্ডের নকীব খান। সোলসের গায়ক তপন চৌধুরী বাচ্চুর ব্যাপারে জানান, তপন চৌধুরীও বাচ্চুর গিটারের মূর্ছনায় অভিভূত হন। পরবর্তী দশ বছর মূল গিটার বাদক এবং অনিয়মিত গায়ক হিসেবে সোলসের সঙ্গে ছিলেন বাচ্চু। সোলসের চারটি অ্যালবামে কাজ করেছিলেন আইয়ুব বাচ্চু। সুপার সোলস (১৯৮২), কলেজের করিডোরে (১৯৮৫), মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭) এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট (১৯৮৮)।

লিটল রিভার ব্যান্ড থেকে লাভ রানস ব্লাইন্ড

সোলস ছেড়ে ১৯৯১ সালে তৈরি করেন লিটল রিভার ব্যান্ড। যেখানে এসআই টুটুল (কিবোর্ড), সাইদুল হাসান স্বপন (বেজ গিটার) এবং হাবিব আনোয়ার জয় (ড্রামস) ছিলেন। লিটল রিভার ব্যান্ড পরবর্তীতে নাম পরিবর্তন করে হয় লাভ রানস ব্লাইন্ড, সংক্ষেপে যা এলআরবি নামে পরিচিতি লাভ করে। ১৯৯১ সালের এপ্রিলে এলআরবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনসার্ট করে। ১৯৯২ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে প্রথম ডাবল অ্যালবাম- এলআরবি-১ এবং এলআরবি-২ প্রকাশ হয়। অ্যালবাম প্রকাশের পরই শ্রোতার হৃদয়ে এলআরবি নামটা গেঁথে যায়। এর পর একে একে প্রকাশ হতে থাকে অ্যালবাম। এলআরবির গান মানেই ছিল উন্মাদনা। তাদের তৃতীয় অ্যালবাম সুখ (১৯৯৩) ছিল অন্যতম ব্যবসাসফল অ্যালবাম। ব্যান্ডের বাইরেও আইয়ুব বাচ্চুর অসংখ্য গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। চলচ্চিত্রের গানেও তিনি ছিলেন সফল।

এলআরবি’র ‘ঘুম ভাঙা শহরে’, ‘শেষ চিঠি’, ‘মোনালিসা’, ‘চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’, ‘সেই তুমি’, ‘একদিন কান্না থামবে তো’—এই গানগুলো হয়ে ওঠে প্রজন্মের সংগীত-প্রার্থনা।

আইয়ুব বাচ্চু রেখে গেছেন অসংখ্য অমর গান, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার মতো সংগীতধারা, এবং এমন এক ভালোবাসার উত্তরাধিকার যা সময় মুছে দিতে পারবে না। বাংলা সংগীত ইতিহাসের পাতায় আইয়ুব বাচ্চুর নামে লেখা থাকবে—”যে মানুষ গিটার হাতে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন।”

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রতিদিন ৮-১০ টা ওষুধ খান শবনম ফারিয়া

এক নীরব লড়াইয়ের গল্প ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। শোবিজেও আগের…
প্রতিদিন ৮-১০টা ওষুধ খান শবনম ফারিয়া

ইভানার প্রত্যাবর্তনের অপেক্ষা, যুক্তরাষ্ট্র সফরে অভিনয় ও নাচের প্রশিক্ষণ

প্রায় সাড়ে চার মাসের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন ছোট পর্দার পরিচিত মুখ পারসা ইভানা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা,…
ইভানা

গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ডা. এজাজ, মুগ্ধ ভক্তরা

বাসে ‘গরিবের ডাক্তার’ এজাজুল ইসলাম দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও প্রমাণ করলেন, খ্যাতি…
গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ড. এজাজ, মুগ্ধ ভক্তরা
0
Share