১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’। নারী পাচারকে কেন্দ্র করে দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি সিনেমাটি। যৌথ প্রযোজনায় আছে আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স।
নির্মাতা ফুয়াদ জানান, “নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।”
এক সময়ের ব্যস্ত মডেল নওশাবা আহমেদ। নাটকে কাজ করলেও সিনেমায় খুব বেশি কাজের সুযোগ পাননি তিনি। সেই বিচারে এবার বেশ বড় পরিসরে দেখা যাবে নওশাবাকে। প্রথমবার কোনো চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি।
কাজী নওশাবা আহমেদ ছাড়াও ‘মেঘনা কন্যা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।