ভারতীয় সঙ্গীতে যার ভূমিকা অপরিসীম সেই লতা মঙ্গেশকর গাননি এমন ঘরানা খুব কমই আছে!
রোমান্টিক গানের বন্যা আছে লতার কণ্ঠে, আছে ঠুমকো নাচের ছন্দ। ৯২ বছর বয়সে যখন তিনি পৃথিবী ছেড়ে গেছেন, তখনও যেন গানের সুরে তাকে আবৃত করে রেখেছিল।
তবে নিজের নীতি থেকে কখনো এক পা এদিক সেদিক যাননি লতা। কখনো পারিশ্রমিকের বিনিময়ে কোনও বড়লোকের আসর জমাতে যাননি। যা কিনা বলিউডের প্রতি ঘরের ব্যাপার প্রায়।
এবং, তিনি কখনো র্যাপ সং করার চেষ্টাও করেননি। একটি সাক্ষাৎকারে লতা বলেন, যেখানে সুর নেই, সে জায়গাটা মেনে নিতে তার কষ্ট হয়। তাই ’গালিবয়’ বা রিয়েলিটি শো ‘হাসল’ দিয়ে যতই র্যাপ চলে আসুক ট্রেন্ডে, লতার যেন আপত্তিই ছিল এই ধরণের কোন আয়োজনে অংশ নিতে।