এক বছরেই ৫ মিলিয়ন থেকে বেড়ে ৮০০ মিলিয়ন নেট ওয়ার্থ হয়েছে সেলেনা গোমেজের।
কিন্তু ১২ মাসের ব্যবধানেই এত নেট ওয়ার্থ কি করে বানালেন মার্কিন তারকা?
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সেলেনা গোমেজের স্টার্টআপ ‘ওয়ান্ডার মাইন্ড’-এ ২০২২ সালের আগস্ট মাসে ৫ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেন সেরেনা উইলিয়ামস। আর তাতেই রাতারাতি ভ্যালু বেড়ে যায় মার্কিন সঙ্গীতশিল্পীর স্টার্টআপের।
মানসিক রোগ,ডিপ্রেশন ও মাদকাসক্তি নিয়ে কাজ করা সেরেনার স্টার্টআপের ভ্যালু বাড়ার কারণেই সেলেনার নেট ওয়ার্থ বেড়ে গিয়েছে বলে জানা গেছে ।
তবে প্রিয় তারকার নেট ওয়ার্থ বাড়ার খবরে বরাবরই উচ্ছ্বসিত সেলেনা ভক্তরা।