‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া’র আয়োজকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রতিযোগীরা।
৮ আগস্ট ঘটনার শিকার হওয়া ৬ জন প্রতিযোগীর আইনজীবী মেলিসা অ্যাংগেরাইনি গণমাধ্যমে ঘটনাটি সম্পর্কে নিজের বক্তব্য দেন। তিনি বলেন, ১ আগস্ট শারীরিক পরীক্ষা নিরীক্ষার অজুহাতে প্রতিযোগীদের ‘টপলেস’ হয়ে ছবি তুলতে বাধ্য করেন অনুষ্ঠানটির আয়োজকরা ।এরকম কোন নিয়ম প্রতিযোগিতায় না থাকলেও পুরুষ কর্মকর্তার উপস্থিতিতেই প্রতিযোগীদের বিভিন্ন অস্বস্তিকর ভঙ্গিমায় ছবি তুলতে বাধ্য করা হয় বলে জানান মেলিসা।
বিষয়টি নিয়ে ৮ আগস্ট আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, যৌন হয়রানির অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য নিরাপদ থাকে সেটা সুনিশ্চিত করা তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য কথাগুলো জানিয়ে অভিযোগটি খতিয়ে দেখার প্রতিশ্রুতি জানান অনুষ্ঠানটির আয়োজকরা ।
৩ আগস্ট মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট পড়েন জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ড । ১৮ই নভেম্বর এল সালভাদরে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি।