Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

তানজিন তিশা পেলেন ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা

তানজিন তিশা | ছবি: ফেসবুক

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার পুরস্কারের ঝুলিতে এবার এলো ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা। নিজের কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার পুরস্কার হিসেবে তাকে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক দেওয়া হয় এই সম্মাননা।

২৬ আগস্ট ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনিই তিশার হাতে তুলে দেন সম্মাননাটি। এই অভিনেত্রীর পাশাপাশি ১২ জন নারীকেও সম্মাননা দেওয়া হয়।  

পুরস্কারটি গ্রহণ করে তিশা বলেন, “’উইমেন অব ইন্সপিরেশন’- এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা এবং সম্মানের। বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।“ অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেও ধন্যবাদ জানান।

জেসিআই কর্তৃক জানানো হয়, যে নারীদের তারা পুরস্কৃত করেছেন তারা অনেক মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছেন। এছাড়াও তাদের নেতৃত্বগুণ ও নিজ নিজ লক্ষ্যের প্রতি আত্মোৎসর্গ আলাদা করেছেন তাদেরকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি।

পুরস্কারপ্রাপ্ত বাকিদের মধ্যে ছিলেন একাডেমি বিভাগে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সারাবন তহুরা তুরিন, বাণিজ্য বিভাগে ফাদিয়া খান, করপোরেট বিভাগে ফারহা নাজ জামান, খেলাধূলা বিভাগে রূপনা চাকমা, স্টার্টআপ বিভাগে সাদিয়া হক, শিল্প ও সাহিত্য বিভাগে রোকেয়া সুলতানা, ব্যাংকিং বিভাগে নুরুন নাহার বেগম, চিকিৎসা উদ্ভাবন বিভাগে ডা. সায়েবা আর্থতার, উঠতি নারী নেতৃত্ব বিভাগে শবনম ওয়াজেদ এবং আজীবন অর্জনের বিভাগে দিলারা জামান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেক্ষাগৃহের পর চরকিতে প্রিয়ন্তীর বিয়ে!  

৮ নভেম্বর প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়েতে যারা যুক্ত হতে পারেননি তাদের জন্য সুখবর।…

সকাল সকাল শিক্ষার্থীদের একরাশ ভালোবাসা পেলেন পরী

নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্তমানে বরিশাল নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। আর সেখানেই…
0
Share