— রাহনামা হক —
চণ্ডীগড়ের মেয়ে শ্বেতা সারদা জয় করেছেন ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’-এর মুকুট। ২৭ আগস্ট মুম্বাইয়ে অনুষ্ঠিত তারকায় ভরা এক অনুষ্ঠান। সেখানেই তার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মুকুট। ফলশ্রুতিতে শ্বেতা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৭২তম মিস ইউনিভার্সের আসরে।
কে এই নতুন মিস ইউনিভার্স ইন্ডিয়া?
চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা। বয়স- ২২ বছর। তিনি তার মায়ের হাত ধরে মুম্বাইয়ে চলে আসেন মাত্র ১৬ বছর বয়সেই। লক্ষ্য? নিজের স্বপ্নপূরণ। কি এই স্বপ্ন? বিনোদনের দুনিয়ায় নিজের কাজের মাধ্যমে আলো ছড়ানো।
শ্বেতার মা একজন সিঙ্গেল মাদার। এই বিজেতার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিও হলেন তার মা।
বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে কি করেছেন শ্বেতা?
‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’ শীর্ষক বিউটি পেজেন্টে প্রতিযোগী হয়ে অংশ নেওয়ার আগে শ্বেতা অংশ নিয়েছিলেন একাধিক রিয়েলিটি শো’তে। ভারতের জনপ্রিয় প্রোগ্রাম ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’, ‘ড্যান্স দিওয়ানে’ ও ‘ড্যান্স প্লাস’ রয়েছে তার অংশ নেওয়া শো’গুলোর মধ্যে। এমনকি আরেকটি লোকপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ঝালাক দিখলাজা’-তেও একজন কোরিওগ্রাফার হিসেবে অংশ নেন তিনি।
শ্বেতাকে নিয়ে আরও যত অজানা
মুকুটজয়ী শ্বেতাকে নিয়ে আরও জানার বিষয় হলো, এতো কম বয়সেই তার তালে তাল মিলিয়েছেন বলিউডের অনেক নামকরা তারকারা। তিনি নাচ শিখিয়েছেন কয়েকজন তারকাকে। এই তালিকায় নাম রয়েছে সালমান খান, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, মৌনি রায়, এমনকি মাধুরী দীক্ষিতের মতো তারকারও।
তারকাদের মধ্যে কে শ্বেতার অনুপ্রেরণা?
একটি সাক্ষাৎকারে তিনি জানান, তারকাদের মধ্যে অভিনেত্রী সুস্মিতা সেন তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন।
বিনোদন জগতের বাহিরে সুযোগ পেলেই শ্বেতা কাজ করেন মেয়েদের অধিকার নিয়ে, শিক্ষা প্রচারে এবং সেলফ ডিফেন্স স্কিল শেখানো সহ নানান সামাজিক সচেতনতামূলক কাজে।
উল্লেখ্য যে, ২৭ আগস্ট অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে তার মাথায় মুকুট তুলে দেন ‘মিস ডিভা ইউনিভার্স ২০২২’ বিজয়ী দিভিতা রাই। এই মুকুট তার মাথায় ওঠার সাথে সাথে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমগুলোর লাইমলাইটে পরিণত হয়েছেন এই সুন্দরী!