১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের গল্পে নতুন সিনেমা নিয়ে আসছে বলিউড খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। সিনেমার নাম- ‘স্কাই ফোর্স’।
অভিনেতা ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ঘোষণা করেছেন এই ছবিটির। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অক্ষয় একটি ছোট ভিডিও ক্লিপ পোস্ট করেন। সেই পোস্টের মাধ্যমেই ভক্ত ও অনুরাগীদের জানান তার নতুন এই প্রজেক্টের কথা।
অক্ষয় তার পোস্টের ক্যাপশনে লিখেন, “আজ গান্ধী-শাস্ত্রী জয়ন্তীর দিন। পুরো দেশ বলছে – জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসাধন। ‘স্কাই ফোর্স’-এর অবিশ্বাস্য গল্প ঘোষণা করার জন্য আজকের চেয়ে ভাল দিন আর নেই। ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলা নিয়ে আমাদের না বলা গল্প। দয়া করে ভালোবাসা দিন। জয় হিন্দ, জয় ভারত।“
‘স্কাই ফোর্স’ পরিচালনায় আছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। সিনেমাটির প্রযোজনা করছে জিও স্টুডিও এবং দীনেশ ভিজান। আর চিত্রনাট্য লিখেছেন সন্দীপ কেওলানি।
ঘোষণার ঠিক এক বছর পর ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।