Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক তাপস ও তার স্ত্রী, ছবি: সংগৃহীত

তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেয়া হয়েছে।  দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন, ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, সিআইডি এসআই মেহেদী হাসান আবেদন দুটি করেন।

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক তাপস, ছবি: সংগৃহীত

আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তিনি বাইরে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজ বিঘ্নিত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।

আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দফতরে চিঠি দেয়া হয়। বেশিরভাগ চিঠির জবাব মিললেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি দেয়নি এনবিআর। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজন।

২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তাপস। তিনি দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ২০১৮ সালে।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়। এরপর ২০২৪ সালের ৪ নভেম্বর তাপসকে গ্রেফতার করে পুলিশ। গত জুনে তিনি জামিনে কারামুক্ত হন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে?  

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী পহেলা ফেব্রুয়ারী দেয়া হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের…
২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে

তারেক রহমানের পছন্দের সিনেমার নাম জানালো টাইম ম্যাগাজিন

তারেক রহমান ও সিনেমা ২০০৮ সালে দেশ থেকে নির্বাসিত হন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর…
তারেক রহমানের পছন্দের সিনেমার নাম

ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছাড়ার ইঙ্গিত দিলেন

ক্রিস্টেন স্টুয়ার্ট এবার টোয়াইলাইট খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছাড়ার ইঙ্গিত দিলেন।…
ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছাড়ার ইঙ্গিত

রুথ ই. কার্টার- অস্কারের ইতিহাসে সর্বাধিক মনোনীত কৃষ্ণাঙ্গ নারী  

রুথ ই. কার্টার একাডেমী অ্যাওয়ার্ডস তথা অস্কারে কৃষ্ণাঙ্গ নারীদের হয়ে অসামান্য মাইলফলক স্থাপন করেছেন রুথ ই.…
রুথ ই. কার্টার- অস্কারের ইতিহাসে
0
Share