জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের আরো একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তার এই নতুন সিনেমার নাম ‘ওসিডি’। সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলার দেখেই বোঝা যায়, এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে রহস্য ও টানটান উত্তেজনা ধীরে ধীরে দর্শককে বুদ করে রাখে।
আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘ওসিডি’। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে শৈশবের নির্যাতন এবং তার দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব, যা একজন মানুষের জীবন ও আচরণকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।

এই ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে। তার চারপাশের সবকিছু নিখুঁতভাবে পরিষ্কার রাখার প্রবল তাগিদ আছে। কিন্তু এই অতিরিক্ত পরিচ্ছন্নতার নেশার আড়ালে লুকিয়ে আছে শৈশবের এক ভয়ংকর স্মৃতি। সেই দগদগে ক্ষতই ধীরে ধীরে তাকে ঠেলে দেয় এক অন্ধকার মানসিক অবস্থার দিকে, যেখানে তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক এবং ভয়ংকর।
গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শিশু শিল্পী আরশিয়া মুখার্জিকে, যাকে ডাকা হয় ‘ভুটু’ নামে। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কৌশিক সেন ও অনসূয়া মজুমদার। প্রত্যেকের উপস্থিতি গল্পকে আরও গভীরতা দিয়েছে।

পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এই ছবিতে তুলে ধরা হয়েছে, শৈশবের যন্ত্রণা কীভাবে একজন মানুষকে আজীবন তাড়িয়ে বেড়ায়। কখনো কখনো তাকে এমন কাজের দিকে ঠেলে দেয়, যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। ট্রেলার জুড়ে সেই মানসিক টানাপোড়েন ও ভেতরের অস্থিরতার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
শৈশবের কোনো তিক্ত অভিজ্ঞতা যখন সারাজীবন তাড়া করে বেড়ায়, তখন তা একজন মানুষকে কতটা অপরাধপ্রবণ বা প্রতিশোধস্পৃহ করে তুলতে পারে এমন প্রশ্নের সাথে দর্শকদের যোগাযোগ ঘটবে সিনেমায়।
জয়া আহসানের সিনেমা নিয়ে পরিচালক
এছাড়াও জয়াকে নিয়ে এক সংবাদ সম্মেলনে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “আমি মনে করেছি, এই ছবির জন্য উপযুক্ত অভিনেত্রী জয়া আহসানই হতে পারেন। অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, ছবিটির জন্য তিনিই সঠিক বাছাই। জয়ার অভিনয় আমাকে মুগ্ধ করেছে।”
জয়া আহসানের আরো একটি সিনেমা আসার খবরে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা।


