সোশ্যাল মিডিয়ার ট্রোলিং আর বুলিং
আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে …..
আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে । সোশ্যাল মিডিয়ার ট্রোলিং আর বুলিং এখন শোবিজ তারকাদের নিয়মিত দুশ্চিন্তা। নানা গুজব, অপপ্রচার আর কুরুচিপূর্ণ কনটেন্টে প্রতিদিনই কেউ না কেউ হেনস্তার শিকার হচ্ছেন। এতদিন এসব নিয়ে খুব একটা কথা বলেননি জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার তিনি আর চুপ থাকতে চান না , এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে চরিত্রহননের চেষ্টা চললে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিলেন স্পষ্টভাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে, আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সাংবাদিকদের পাশাপাশি অনেক সহকর্মীও তাকে বারবার আইনি পদক্ষেপ নিতে বলেছেন। তার কথায়, “আমি অনেকদিন এসবকে পাত্তা দিইনি। কিন্তু চুপ থাকলেই কিছু মানুষ আরও বেশি সাহস পায়, আর ব্যাপারটা বড় হতে থাকে।”
এ ধরনের নেগেটিভ কনটেন্ট তৈরির পেছনে তিনি ভিউ-ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করেন। বুবলীর মতে, এখন ‘ভিউ’ মানেই ব্যবসা, যত বেশি আলোড়ন, তত বেশি আয়। আর সে কারণেই সত্য-মিথ্যার তোয়াক্কা না করে গুজব ছড়ানো হচ্ছে, বানানো হচ্ছে আজগুবি ভিডিও। “এআই দিয়ে এমন ভিডিও বানানো হচ্ছে যা বাস্তব নয়, কিন্তু মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করা হয়,” বলেছেন তিনি।

সবচেয়ে বেশি বিস্মিত করে তাকে আরেকটি বিষয়, নারীদের হাতে নারীদের ট্রোল হওয়া। আক্ষেপের সঙ্গে বুবলী জানান, এখন অনেক ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি আক্রমণ করছে, যা সত্যিই কষ্টের।

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
এ ছাড়া বিদেশে বসে দেশের শিল্পীদের ছোট করার প্রবণতাও তার চোখে পড়েছে। বুবলীর ভাষায়, শিল্পীদের হেয় করা মানে দেশের ভাবমূর্তিকেও আঘাত করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই তিনি জানান, দেশের সাইবার আইনকে সম্মান রেখে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি চিন্তাভাবনা করছেন।
