মেহজাবীন চৌধুরী
দেশের নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কাজে ফিরছেন । গত বছর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করার পর থেকে অনেকটা ব্যক্তিগত সময়েই ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। নতুন বছরে তাকে দেখা যাবে নতুন দুই প্রজেক্টে। তাঁর দুইটি কাজের মধ্যে আছে একটি ওয়েব সিরিজ ও একটি সিনেমা।
নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীনকে দেখা যাবে ‘ক্যাকটাস’ নামক একটি ওয়েব সিরিজে। নারী প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। এটি একটি স্পাই ইউনিভার্স সিরিজের গল্প।

মানসিব নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে গল্পটি। তরুণ হ্যাকারের চরিত্রে অভিনয় করছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। একজন সাধারণ তরুণ কীভাবে স্পাই হয়ে ওঠে এটি তারই গল্প।
এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন মেহজাবীন ও প্রীতম। আরও রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশারসহ অনেকে।
ওয়েব সিরিজটি ছাড়াও ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মেহজাবীনের। সিনেমাটি নির্মাণ করবেন ভিকি জাহেদ।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ইতোমধ্যে সিনেমাটির নাম তালিকাভুক্ত করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর সঙ্গে কথা বলছেন তারা। তবে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর সিনেমায় এটি প্রথম কাজ। এর আগে অসংখ্য নাটকে কাজ করেছেন দুজনে জুটি হয়ে। তাই এই জুটিকে এবার সিনেমায় দেখতে পাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত দর্শকমহল।

মেহজাবীন এর আগে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পুলসিরাত’ তার তৃতীয় সিনেমা। তার সাবা সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ বিশ্ব প্রিমিয়ার হয়। এরপর রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসবে প্রতিযোগতা করেছে সিনেমাটি।


