Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস
বিটিএস সদস্যরা | ছবি: ইন্সটাগ্রাম

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস। আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্পোর্টস কমপ্লেক্সে থেকে ট্যুর শুরু হবে। এ যাত্রায় বিটিএস ৩৪টি শহরে ওয়ার্ল্ড ট্যুর করতে যাচ্ছে। খবর উইলএক্স টেন।

মঙ্গলবার রাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস তাদের ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, এখন পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার ৩৪ শহরে ৭৯টি কনসার্ট নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে, এটি কোনো কে–পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক শো-এর রেকর্ড।

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস
বিটিএস সদস্যরা | ছবি: ইন্সটাগ্রাম

উইভার্স হলো একটি ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম যেখানে বিটিএস তাদের ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ করে। এখানে লাইভ সম্প্রচার, বিশেষ কনটেন্ট শেয়ার এবং তাদের ডিজিটাল সদস্যপদ অফার করে, যেখানে ভক্তরা লাইভ ইভেন্ট, মিডিয়া এবং অন্যান্য এক্সক্লুসিভ সুবিধা পেতে পারে। বিটিএস-এর সকল সদস্য এবং তাদের ভক্তদের জন্য উইভার্স একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে।  

বিটিএস সর্বশেষ ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ শো করে। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি তাদেরকে। প্রায় চার বছরের নীরবতা শেষে এবার পূর্ণাঙ্গ ট্যুরে ফিরছেন আরএম, জাংকুকরা।

কোথায় কোথায় ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস ?

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠান করার পর ২৫ এপ্রিল থেকে ফ্লোরিডা থেকে উত্তর আমেরিকা পর্ব শুরু হবে তাদের। উত্তর আমেরিকার ১২টি শহরে মোট ২৮টি শো রয়েছে তাদের।

জুন থেকে জুলাইয়ের মধ্যে বিটিএস ইউরোপ ট্যুরে যাবে। সেখানে লন্ডন, প্যারিসসহ ৫টি শহরে মোট ১০টি কনসার্ট হবে।

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস
বিটিএস | ছবি: ফেসবুক

দক্ষিণ আমেরিকা পর্বে সাও পাওলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেসসহ পাঁচটি শহরে গাইবে দলটি।

ট্যুরের আগে আগামী ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করবে গ্রুপটি। প্রায় চার বছর পর বিটিএসের কোনো অ্যালবাম প্রকাশ করা হবে।

বিটিএস মাঝের প্রায় চার বছর বিরতিতে ছিলো তাদের কার্যক্রমে কারণ বিটিএসের সাত সদস্য- আরএম, জিন, জিমিন, ভি, সুগা, জং কুক এবং জে-হোপকে দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা সম্পন্ন করতে হয়েছিল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে ‘ইউ এন্ড মি ফরএভার’

ফারহান-কেয়া জুটির চমকের অপেক্ষা দর্শকদের জন্য রোমান্টিক ও ইমোশনাল অনুভূতির নতুন এক গল্প নিয়ে আসছে ‘ইউ এন্ড মি…
আসছে ‘ইউ এন্ড মি ফরএভার’

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন? জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের…
আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন রাফসান

জেফার ও রাফসানের বিয়ে অনেক জল্পনা-কল্পনার পর আজ বুধবার বিয়ে করেছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।…
জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন
0
Share