সিরিজ নকল ইস্যুতে যা জানালেন পরিচালক
একসময় বেশ জনপ্রিয়তা ছিল দেশের ধারাবাহিক নাটক। তবে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। এর মধ্যেই এটা আমাদেরই গল্প আলাদাভাবে নজর কেড়েছে। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা। ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধারাবাহিক নাটকটি বিতর্ক পিছু ছাড়েনি। অনেকের মতে, পাকিস্তানি সিরিজের নকল ‘এটা আমাদেরই গল্প’?

পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’-এর মিল খুঁজে পাচ্ছেন অনেকে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ এ অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা ও হানিয়া আমির।

তব, নির্মাতার এতে আপত্তি রয়েছে। তিনি বিষয়টিকে ‘অনুপ্রেরণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওদের কনসেপ্ট থেকে গল্পটাকে পুরোপুরি আমাদের সংস্কৃতি, সমাজ আর পারিবারিক বাস্তবতায় মানিয়ে নেওয়া। বাংলাদেশি পরিবারের সম্পর্কের ধরন, আবেগ প্রকাশের ভাষা, সামাজিক চাপ সবকিছু আলাদা। সেই জায়গাগুলোতে আলাদা করে কাজ করতে হয়েছে। যেন দর্শকের মনে কখনোই এটা মনে না হয় যে গল্পটা বাইরের। এটাকে একেবারেই নিজেদের গল্প করে তোলাটাই ছিল মূল চ্যালেঞ্জ।’

৫২ পর্বের নাটকটি শেষ হচ্ছে আগামী এপ্রিলে
শিল্পীদের অভিনয় নিয়েও আলোচনা। এতে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে অভিনয় করেছেন। ধারাবাহিকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। ধারাবাহিকটির মোট ৫২টি পর্ব প্রচারিত হবে। এপ্রিলে এর প্রচার শেষ হবে।