ইয়ামি গৌতমের প্রশংসায় আলিয়া
গত ৭ নভেম্বরে সিনেমা হলে মুক্তি পায় সিনেমা ‘হক’। সিনেমা হলে ধুরন্ধরের তোপের মুখে ব্যবসা করতে না পারলেও নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই প্রশংসিত হচ্ছে সিনেমাটি। ছবিতে ইয়ামি গৌতমের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট–দুনিয়া। বাদ যায়নি বলিউড তারকারাও। এবার ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট।
ভারতের মুসলমান নারীদের জন্য বিরাট এক আইনী সংগ্রামের গল্প নিয়ে তৈরি করা হয়েছে সিনেমা ‘হক’। সিনেমাটি শাহ বানু বেগমের জীবনের এক সংগামী অধ্যায় নিয়ে নির্মিত। এই শাহ বানু বেগমের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন আরেক তারকা অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি আলিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ামির উদ্দেশে প্রশংসা করে লিখেন, ‘ইয়ামি, “হক”-এ তুমি নিখুঁত অভিনয় করেছ! এটি আমার দেখা সর্বকালের সেরা নারী অভিনয়গুলোর একটি। যেমনটা ফোনেও বলেছিলাম…আমি তোমার একজন ভক্ত, আর ভবিষ্যতে তোমার সব কাজ দেখার জন্য অধীর অপেক্ষায় আছি, যেগুলো আবারও আমাদের মুগ্ধ ও আনন্দিত করবে।’
ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া; গৌতমের জবাব
আলিয়ার এই আন্তরিক প্রশংসার উত্তর দিয়েছেন ইয়ামি গৌতম। উত্তরে তিনি লিখেন, ‘একজন অসাধারণ অভিনেত্রী ও দুর্লভ মানুষই এমন উদার দৃষ্টিভঙ্গি রাখতে পারেন। আলিয়া, তোমার কাজ আর পেশাদারত্ব আমি সব সময়ই শ্রদ্ধার সঙ্গে দেখি। আজ সকালে আমাদের যে হৃদয়ছোঁয়া কথোপকথনটি হলো, সেটি সত্যিই মনে রাখার মতো। এমন আরও অনেক মুহূর্তের প্রত্যাশায় রইলাম। প্রতিদিন আমরা যেন একে অন্যের শক্তি হয়ে থাকি।’
‘হক’ ছবিটি পরিচালনা করেছেন সুপর্ণ এস ভার্মা। ইয়ামি গৌতমের সাথে জুটি হয়ে অভিনয় করেছেন ইমরান হাশমি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্তিকা সিং, দানিশ হুসেন, শিবা চাড্ডা ও অসীম হাত্তাঙ্গাডি। ছবিটি প্রযোজনা করেছে জংলি পিকচার্স।

সিনেমাটি নিয়ে বাংলাদেশেও চলছে ব্যাপক আলোচনা। এই গল্পটি ১৯৮৫ মোহাম্মদ আহমদ খান বনাম শাহ বানো বেগম মামলা থেকে অনুপ্রাণিত। মামলা ও তার রায় ভারতের নারী অধিকার ও ভরণপোষণ আইন গঠনে অসীম ভূমিকা রেখেছিল সেসময়। শাহ বানো বেগমের ন্যায়বিচার ও মর্যাদার লড়াই এই ছবির মূল গল্প। সে কারণে সিনেমাবোদ্ধা ও দর্শকরা মনে করছেন ‘হক’ কেবল একটি সিনেমা নয়, বরং নারীর অধিকার প্রতিষ্ঠায়, সামাজিক ও মানবিক ন্যায্যতার এক গুরুত্বপূর্ণ দলিল।
