নবজাতকের জন্য দোয়া চাইলেন নাদিয়া
খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতেই মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান অভিনেত্রী। তিনি ও তার স্বামী সালমান আরাফাতের সংসারে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। নাদিয়া সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে সুখবরটি জানান। একই সঙ্গে তিনি জানান, তাদের কোলজুড়ে আসা ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ।

সুখবরটি জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ) পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে হেফাজত করেন। সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন আল্লাহ। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।’

দেড় দশক ধরে অভিনয়ে সক্রিয়া নাদিয়া
দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে সক্রিয় সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি তিনি নিয়মিত কাজ করেছেন বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে। বড় পর্দাতেও তার উপস্থিতি রয়েছে। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ এই তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি কলকাতার ছবি ‘সুনেত্রা সুন্দরম’তেও দেখা গেছে তাকে।

সালমানও বিনোদন জগতের পরিচিত মুখ
এর আগে, ২০২৪ সালের ২১ জুন অভিনেতা সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন জগতের পরিচিত মুখ। নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।