ক্ষমতার বাইরে থেকেও খালেদা জিয়া ছিলেন মানুষের হৃদয়ে
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়েছে। সেই মুহূর্ত ছিল আবেগে ভরা, অশ্রু আর নীরব প্রার্থনায় মুখর। অনেকের চোখে ছিল না বলা কষ্ট, অনেকের হৃদয়ে ছিল স্মৃতির ভার। দেশের শোবিজ অঙ্গনের তারকারা ফেসবুকে আবেগঘন পোস্টে স্মরণ করেন বেগম খালেদা জিয়াকে। অভিনেতা অপূর্ব লিখেছেন, খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ভালোবাসার প্রমাণ।
খালেদা জিয়ার জানাজার কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

অপূর্ব স্ট্যাটাসের পর তা নেটিজেনদের নজরে আসে। মন্তব্যে ঘরে তালেব তামিম নামের একজন লিখেছেন, ‘এমন জীবন তুমি করিবে গঠনে, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।’ ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক’।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।