খালেদা জিয়াকে নিয়ে জেমসের আবেগঘন স্ট্যাটাস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের গভীর সমবেদনা ।

নগরবাউল জেমস তাঁর ফেসবুক স্ট্যাটাসে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি অত্যন্ত মর্মাহত। তিনি বলেন, এই শোকের মুহূর্তে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারাল। শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে জেমস মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
জেমসের এই শোকবার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরাও মন্তব্য ও শেয়ার করে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর এমন মানবিক ও সংবেদনশীল অবস্থান নতুন করে আলোচনায়।

গত ২৩ নভেম্বর এমনই এক পর্যায়ে তাঁকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে।