আরিফিন শুভর শোক প্রকাশ
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আরিফিন শুভর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে আরিফিন শুভ লিখেছেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনেও। পরে আবারো দেশে ফিরে এভারকেয়ারেই চিকিৎসা গ্রহণ করেছিলেন। অবশেষে দুনিয়ার মায়া কাটিয়ে চিরতরে বিদায় নেন এই আপোষহীননেত্রী।
তাঁর মৃত্যুতে আরিফিন শুভ ছাড়াও বিনোদন অঙ্গনের আরো অনেক তারকা শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন শাকিব খান, জেমস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়া নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।
বাংলাদেশের রাজনীতির শীর্ষ পর্যায়ে তার পদচারণা ছিল দীর্ঘ সময়ের ও ঘটনাবহুল। তাকে তাঁর রাজনৈতিক ভূমিকার কারণে আপোষহীন নেত্রী উপাধিতে অভিহিত করা হয়।