Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

মেঘনা আলম ‘গণ অধিকার পরিষদ’ থেকে প্রার্থী হচ্ছেন  

‘গণ অধিকার পরিষদ’
মেঘনা আলম | ছবি: ফেসবুক

ঢাকা-৮ আসন

সাবেক মিস আর্থ বাংলাদেশ ও মডেল মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। মেঘনা আলম ‘গণ অধিকার পরিষদ’ থেকে প্রার্থী হচ্ছেন । বুধবার (২৪ ডিসেম্বর) মেঘনা আলম নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানান।     

এই আসন ঢাকা-৮ থেকে সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি।

মেঘনা আলম ‘গণ অধিকার পরিষদ’
মেঘনা আলমের নির্বাচনী এআই ছবি | ছবি: ফেসবুক

তিনি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে আততায়ীর গুলিতে আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান। সেই আসনেই প্রার্থী হচ্ছেন মেঘনা আলম।  

মেঘনা আলম ‘গণ অধিকার পরিষদ’ থেকে নির্বাচনে

মডেল মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

মেঘনা আলম ‘গণ অধিকার পরিষদ’
মেঘনা আলম | ছবি: ফেসবুক

এছাড়া নারীদের জন্য বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু করবেন, যাতে তারা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া বা নতুন কিছু শেখার অবসর পান। নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনাও তার ইশতেহারে রয়েছে।

এছাড়া এই এলাকায় মেঘনা আলম একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মানুষ যেন নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান সেটি নিশ্চিত করার জন্যই এই পরিকল্পনা। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

মেঘনা আলম জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করবেন যাতে মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। এছাড়া প্রতি তিন মাস অন্তর জনগণের মুখোমুখি হয়ে ‘টাউন হল মিটিং’ করবেন এবং প্রতিটি সেবাকেন্দ্রে একটি করে অভিযোগ বাক্স রাখবেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে বাংলা সিনেমার গান

রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ছবির গান দেশের সিনেমার দুটি গান ভিউয়ের হিসাবে রেকর্ড গড়েছে। ইউটিউবে ১ বিলিয়ন…
বাংলা সিনেমার গান ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে

বড়দিনের আনন্দে রঙিন হবে শিল্পকলা একাডেমী

খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন শান্তি, সম্প্রীতি আর মানবিকতার বার্তা নিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের…
বড়দিনের আনন্দে রঙিন হবে শিল্পকলা

মালদ্বীপে সময় কাটাচ্ছেন মেহজাবীন-আদনান

স্বামীর সঙ্গে মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন মেহজাবীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ ১৩ বছরের…
মালদ্বীপে সময় কাটাচ্ছেন মেহজাবীন
0
Share