স্বামীর সঙ্গে মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন মেহজাবীন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন নির্মাতা আদনান আল রাজীবকে। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তাদের সুখী দাম্পত্যের নতুন ঝলক মিলেছে এবার সুদূর মালদ্বীপে।ব্যস্ত কাজের সূচি থেকে কিছুটা বিরতি নিয়ে বর্তমানে মালদ্বীপে সময় কাটাচ্ছেন মেহজাবীন ও আদনান।

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দ্বীপদেশে কাটানো একান্ত কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা। কোথাও নীল দিগন্তের দিকে তাকিয়ে থাকা, আবার কোথাও মিষ্টি হাসিতে ভক্তদের মন জয় করেছেন এই দম্পতি।

সমুদ্রবিলাসের পাশাপাশি সাইকেলিংয়েও মেতে উঠেছেন তারা। রোদচশমা ও ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন এই জুটি। মেহজাবীনের শেয়ার করা ছবির অ্যালবামটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে ভক্তরা ভালোবাসা আর শুভ কামনায় ভাসিয়েছেন তাদের।

মন্তব্যের ঘরে একজন ভক্ত খাবার দেখে মজার ছলে লেখেন, ‘সারা বছর ডায়েটিং করার পরে একদিন।’ দুজনের রসায়নে মুগ্ধ হয়ে আরেকজন লেখেন, ‘বাহ অনেক সুন্দর লাগছে দুজনকে।’ মেহজাবীনের সকালের স্নিগ্ধ রূপ দেখে এক ভক্তের মন্তব্য, ‘বাহ! সকাল সকাল মেহু।’ স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ভালোবাসা জানিয়ে লেখেন, ‘বাহ! চমৎকার! আপু ভাইয়া’। কেউ বা এই জুটিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘খুব চমৎকার পরিবার আপু।’