Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

৪৭ বছরে পা দিলেন চিত্রনায়িকা শাবনূর

৪৭ বছরে পা দিলেন চিত্রনায়িকা শাবনূর
ছবি: সংগৃহীত

জন্মদিনে ভক্তদের জন্য শাবনূরের বার্তা

চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন আজ।  জীবনে ৪৬টি বসন্ত পেরিয়ে ৪৭ বছরে পা দিলেন শাবনূর।  ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে এখনো তাকে বিবেচনা করেন অনেকেই। অভিনয়ের দক্ষতা দেখিয়ে শাবনূর জয় করেছেন কোটি দর্শকের হৃদয়।  বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী।  তারপরও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল: শাবনূর

জন্মদিনে নিজের ফেসবুকে অভিনেত্রী বিশেষ বার্তা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন । সেখানে দেখা যাচ্ছে ছেলে আর একসময়ের অভিনেতা অমিত হাসানের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন।  দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল! জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।’

নায়িকা আরো বললেন, ‘সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরো দায়িত্বশীল করে তোলে, আরো ভালো কাজ করার শক্তি জোগায়। আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।  সব সময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন।’

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার পেছনের নাম নূপুর। প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়।  ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে অভিনয়ে নিয়মিত হন।

সালমান শাহর সঙ্গে সিনেমা করেন ১৪টি

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। সালমান শাহ ছাড়াও ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও সফলতা পান শাবনূর।

সংগৃহীত

দুই নয়নের আলো এনে দেয় জাতীয় পুরস্কার

‘দুই নয়নের আলো’ মুক্তির পরই বদলে যায় অনেক কিছু। এই সিনেমার জন্য শাবনূর পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একই সঙ্গে ছবিটি শ্রেষ্ঠ গায়ক ও গায়িকা বিভাগেও পুরস্কৃত হয়।

শাবনূর ব্যক্তি জীবনে ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে আরেফিন শুভ – প্রকাশ্যে জ্যাজের টিজার

সনি লিভ প্রযোজিত সিরিজ ‘জ্যাজ সিটি’ আরিফিন শুভ বহুদিন চুপচাপ থেকে অবশেষে ফিরছেন বেশ ঝলক নিয়ে। করছেন আগামী ঈদের…
বলিউডে আরেফিন শুভ- প্রকাশ্যে জ্যাজের টিজার

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

‘পাওমুম পার্বণ ২০২৫’ বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ ২০২৫’ আয়োজন করা হয়েছে। পার্বণটি…
বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’
0
Share