ত্রিকোণ প্রেমের গল্প
মানুষের জীবনে প্রেম আসে নানা ভাবে। কখনো কখনো ত্রিমুখী প্রেমের জটিলতাতেও পড়তে হয়। তেমনই এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছেন তটিনী। ক্যাপিটাল ড্রামার নতুন নাটক “হৃদয় গভীরে” ঠিক সেই কলেজ বয়সের প্রেম, পরিবারিক টানাপোড়েন ও ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া তিনটি মানুষের গল্পকেই তুলে ধরেছে। নাটকের প্রধান চরিত্রগুলোর ভূমিকায় আছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী ও মারিয়া শান্ত।
গল্পের কেন্দ্রীয় চরিত্র রাফিন ও রাহার কলেজ জীবনের প্রেম। কিন্তু সংসারের চাপ আর টানাপোড়েনের মাঝেও রাফিন জীবিকার জন্য কাজ নেন একটি শো-রুমে। সেখানেই তার সাথে পরিচয় ধনীর মেয়ে জেরিনের সঙ্গে, আর সেই পরিচয় দ্রুতই ঘনিষ্ঠতায় রূপ নেয়। জেরিন যখন রাফিনের পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করেন, ধীরে ধীরে রাফিনের দূরত্ব বাড়তে থাকে রাহার সঙ্গে।

পরিস্থিতি জটিল হয়ে ওঠে একটি রেস্টুরেন্টে। সেখানে রাফিনকে জেরিনের সাথে দেখে আবেগে ভেসে যায় রাহা। উত্তেজিত মুহূর্তে ঘটে যাওয়া ঝামেলার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরিবারের চাপ, সম্পর্কের ভাঙন আর মানুষের নানা মন্তব্য, সব মিলিয়ে রাহা শেষ পর্যন্ত নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
রাফিন চরিত্রে জোভান, রাহা চরিত্রে তটিনী ও জেরিন চরিত্রে মারিয়া শান্ত অভিনয় করেছেন। তাদের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই প্রত্যাশা তৈরি হয়েছে।
দর্শকরা প্রতীক্ষার প্রহর গণনা করছেন কেবল। ‘হৃদয় গভীরে’ আগামী বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ক্যাপিটাল ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।