গানেই প্রযোজনায় যাত্রা শুরু ফারিণের
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার সংগীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন। কিছুদিন ধরেই ‘গলবে না মন’ গান নিয়ে আলোচনা চলছিলো। অবশেষে প্রকাশ পেল দ্বৈত গান ‘মন গলবে না’। আর এতেই কণ্ঠের জাদুতে ভক্তদের চমকে দিলেন ফারিণ। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নয়, একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।

‘ফড়িং ফিল্মস’ এর প্রথম মিউজিক ভিডিও
এটি ফারিণের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ এর ব্যানারে নির্মিত প্রথম মিউজিক ভিডিও। এবার ‘মন গলবে না’ গানের মাধ্যমে প্রযোজক হিসেবেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ফারিণ। গানটির কথায় কবির বকুল আর সুর করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমদের নির্দেশনায় মডেল হয়েছেন ফারিণ ও ইমরান। ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি দর্শকের নজর কাড়ছে।

নানা রূপে-ঢঙে আইটেম কুইন ফারিণ!
মিউজিক ভিডিওতে ফারিণ হয়ে ওঠেন এক আইটেম কুইন! তাকে দেখা গেছে নানা রূপে, নানা ঢঙে। কখনো লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন। আবার কখনো সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন। সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্ল্যামার।

গানটি প্রকাশের পর দর্শকের নজর কাড়ছে
ফারিণের এমন গায়কিতে শ্রোতামহলে ব্যাপক উচ্ছ্বাসের পাশাপাশি বিস্ময়ও তৈরি করেছে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গানটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘হৃদয়ে আগুন! এগিয়ে যাও, তাসনিয়া ফারিণ’। জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, ‘Ice creamX Fire
Best of luck Tasnia Farin’। আরেকজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মন গলবে না কেন’।