অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ শরীরে আগুন লেগে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তার পায়ের দিকে। কয়েক সেকেন্ডের বিভীষিকাময় পরিস্থিতিতে শুটিং সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত এগিয়ে এসে ইউনিটের সদস্যরা আগুন নেভালেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
ঘটনাটি ঘটে ঢাকার বাইরে নিভৃত একটি লোকেশনে চলমান অ্যাকশনধর্মী সিনেমা মালিক এর শুটিংয়ে। শুরু থেকেই গোপনে শুটিং চালানো হলেও সম্প্রতি সেটের কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ফাঁস হলে বিষয়টি আলোচনায় আসে। এবার সেই শুটিং থেকেই সামনে এলো দুর্ঘটনার ভয়াবহ খবর।
ইউনিট সূত্রে জানা গেছে, দৃশ্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের পরিকল্পনা ছিল। সব নিরাপত্তা প্রস্তুতির পর ক্যামেরা চালু করা হয়। কিন্তু শুটিং শুরু হতেই আগুন আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুভর পায়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিভাতে প্রথমে তিনি নিজেই চেষ্টা করেন। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ইউনিটের সদস্যরা এগিয়ে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিতে চাইলেও আরিফিন শুভ নাকি পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি সেদিনের শুট সম্পন্ন করেন। এমনকি এখনো পায়ে ক্ষত নিয়েই নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। দুর্ঘটনা নিয়ে পরিচালকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে ‘মালিক’ সিনেমার। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।