Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

অভিনেতা তিনু করিমের স্বাস্থের আরো অবনতি

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে তিনু করিম টেলিভিশন ও চলচ্চিত্র উভয় মাধ্যমে নিজেকে একজন প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার যাত্রা শুরু হয়। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ নিভিন্ন চরিত্র ও সংবেদনশীল অভিনয়ে তিনি দর্শকমহলে আলাদা পরিচিতি গড়ে তোলেন।

সেই জনপ্রিয় অভিনেতা তিনু করিম অসুস্থ। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার রাত থেকে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানান, সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।

অভিনেতার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে তার স্ত্রী হুমায়রা নওশিন জানান, চিকিৎসকেরা আপাতত কোনো আশার কথা দিতে পারছেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, উন্নতির পরিবর্তে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখাই শেষ আশ্রয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতিও রাখা হয়েছে। তবে সিদ্ধান্তটি পুরোপুরি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

এর আগে ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে ২৪ নভেম্বর তাঁকে ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। সাময়িকভাবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হলেও বুধবার আবার হঠাৎ রক্তচাপ ও সুগার লেভেল কমে যায়। জ্ঞান হারালে দ্রুত তাঁকে পুনরায় আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে অভিনেতার স্ত্রী বলেন, তাঁর ১১ বছর বয়সী কন্যাসন্তানের বাবার সুস্থতার জন্য সবাই যেন প্রার্থনা করেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ-ইধিকা পাল জুটি ঢালিউড তারকা সিয়াম আহমেদ অভিনয় করবেন তার নতুন ছবি ‘রাক্ষস’–এ। ছবিটির নায়িকা কে…
ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ

ইমন চক্রবর্তীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক

ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী সংগীতশিল্পীরা সাধারণত সুরের জগতে থাকেন; কিন্তু কখনও কখনও একটি গানই যেন তাদের…
ইমন চক্রবর্তীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক

তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি কেন একসাথে ?

তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি তৌসিফ মাহবুব ছোট পর্দায় বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের একজন। ভালোবাসা দিবসে…
তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি কেন একসাথে ?
0
Share