কখনো কোন জুয়ার প্রমোশন করবো না: প্রভা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার মুখ খুললেন বেটিং অ্যাপস সংক্রান্ত বিতর্ক নিয়ে। একটি ভিডিও বার্তায় তিনি জানান, সরল বিশ্বাস আর ভুল বোঝাবুঝির জেরে তিনি একটি অবৈধ জুয়ার ওয়েবসাইটের প্রচারে জড়িয়ে পড়েন। পরে জানতে পেরে সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেন।

প্রভা জানান, গত রোজার মাসে একটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা নিজেদের গেমিং প্ল্যাটফর্ম বলে পরিচয় দেয়। তবে, বেটিং বা জুয়ার কোনো বিষয় তারা উল্লেখ করেনি। প্রভার দাবি, এসব বিষয়ে তিনি খুব জানেন না। তাই বারবার জানতে চেয়েছিলেন ঠিক কী ধরনের কনটেন্ট প্রকাশ করা হবে। উত্তরে তাকে বলা হয়, টি-টোয়েন্টি ম্যাচসহ বিভিন্ন গেম দেখানো হবে।
নিজের অজান্তেই বেটিং অ্যাপের জালে প্রভা
চুক্তির দিনে প্রতিষ্ঠানটি প্রভাকে একটি ছোট ভিডিও বার্তা দিতে বলে। টোকেন মানি পাওয়ার পর তিনি শুধু জানান যে প্ল্যাটফর্মটির সঙ্গে তিনি কাজ করছেন। কিন্তু ভিডিওটি প্রকাশ হতেই দর্শকদের মন্তব্যে তিনি জানতে পারেন, এটি আসলে বেটিং সাইটের প্রচার। প্রভার দাবি, তিনি একেবারেই বুঝতে পারেননি এটি জুয়া সংক্রান্ত কিছু। মানুষের মন্তব্য দেখেই বুঝতে পারেন, বিষয়টি ভুল এবং আইনবিরোধী।

বিষয়টি বুঝতে পেরেই তিনি দ্রুত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তখন কোম্পানির প্রতিনিধি উল্টো বলেন, তিনি নাকি ‘বেটিং’ শব্দের অর্থ বোঝেন না। প্রভা বলেন, সে কারণেই তিনি শুরু থেকেই বারবার জানতে চেয়েছিলেন এটি আসলে কী ধরনের গেম। পরিস্থিতি পরিষ্কার হওয়ার পরই তিনি কাজটি বাতিল করেন। তার দাবি, এরপর প্রতিষ্ঠানটি তাকে নানা রকম ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।

বক্তব্য সঠিকভাবে প্রচারের অনুরোধ অভিনেত্রীর
অভিনেত্রী বলেন, ভবিষ্যতে তিনি কখনোই জুয়া বা বেটিং সাইটের প্রচারে যুক্ত হবেন না। সাংবাদিকদের অনুরোধ করেন, বক্তব্য যেন সঠিকভাবে প্রচার হয়। সবাই যেন বুঝতে পারে অবৈধ জানার পর তিনি আর কাজটি করেননি।